রাজ্যে কর্মচারীদের ৩ শতাংশ ডিএ পুজোর উপহার দিল মুখ্যমন্ত্রী
ত্রিপুরা কর্মচারীদের জন্য ৩% দিয়ে ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ঘোষণা করেছেন ডিএ প্রদানের বিষয়টি। আগামী অক্টোবর মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিয়ে।

দ্যা ফ্যাক্ট :- সরকারি কর্মচারীদের পুজোর উপহার দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে লাগু হবে বর্ধিত ডিএ।
বেশ কিছুদিন যাবৎ রাজ্যে কর্মচারীদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছিল ডিএ কবে ঘোষণা করা হবে। সংবাদ মাধ্যমগুলোতে ছিল তার চর্চা। অবশেষে সেই কৌতূহলের অবসান হলো মঙ্গলবার। ত্রিপুরা বিধানসভার অধিবেশনে খুদ মুখ্যমন্ত্রী এই ডিএ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে ১২৫ কোটি টাকা। দুর্গাপূজার পূর্বে এই সুখবর শুনে খুশি কর্মচারীরা।
What's Your Reaction?






