ব্যাটারি চালিত অটো চলাচলে সাধারণ যানচালকদের বাঁধা,SDM ও পুলিশে নালিশ
মোহনপুর আগরতলা সড়কে ব্যাটারি চালিত অটো চালকদের বাঁধা সাধারণ যান চালকদের।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুর আগরতলা সড়কে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোগুলুকে যাত্রী পরিবহনে বাঁধা দিচ্ছে এই সড়কের সাধারণ যান চালকরা। এন কি রাধানগর মোটর স্ট্যান্ডের ভেতর ব্যাটারি চালিত আটকে রেখে চালকদের চরম
বর্তমানে কেন্দ্রীয় সরকার ব্যাটারি চালিত যানবাহনের উপর ব্যাপক গুরুত্ব দিয়েছে।এর অঙ্গ হিসেবে রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে ব্যাটারি চালিত অটোর সংখ্যা। নিয়ম অনুযায়ী এই ব্যাটারি চালিত নির্দিষ্ট কোন সড়কে চলাচল করার কথা না। অর্থাৎ সমস্ত সড়কি যাত্রী নিয়ে পরিষেবা দিতে পারে এই ব্যাটারি চালিত অটো। কিন্তু মোহনপুর আগরতলা সড়কে যাত্রী নিয়ে যাওয়ার সময় অন্যান্য সাধারণ গাড়ির চালকরা তাদের হয়রানি করছে বলে অভিযোগ করলেন অটোচালকরা। এমনকি তাদের অটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ যান চালকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবিতে সোমবার মোহনপুর মহকুমা শাসকের কাছে একটি অভিযোগ করেছে ব্যাটারি চালিত অটো সালোকরা। পাশাপাশি একি অভিযোগ করা হয়েছে লেম্বুছড়া পুলিশ ফাঁড়িতেও।
What's Your Reaction?