ভেঙ্গে পড়ল বক্স কালভার্ট, পথচারী থেকে কৃষক সমস্যার সম্মুখীন
জলিলপুর বামুটিয়া সড়কে ভেঙ্গে পড়ল বক্স কালভার্ট।
দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া বাজার থেকে জলীয়পুর গ্রামের সাথে যোগাযোগের রাস্তায় ভেঙ্গে পড়ল বক্স কালভার্ট। ফলে এই সড়কে মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সমস্যার সম্মুখীন হয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকেরা। যদিও এই বক্স কনভার্ট মানুষের হাতে ভেঙ্গে ফেলার মত দৃশ্য দেখা গেল ঘটনাস্থলে গিয়ে।
প্রায় চার থেকে পাঁচ মাস পূর্বে এই বক্স কালভার্ট ভেঙ্গে পড়েছিল। দীর্ঘ বছর আগে নির্মাণ করা হয়েছিল এটি। মেরামতির অভাবে ভেঙ্গে পড়ায় তৎকালীন সময়ে চলাচলে চরম সমস্যা হয়েছিল স্থানীয়দের। মহকুমা শাসকের প্রতিনিধি থেকে শুরু করে বর্তমান বিধায়ক, প্রাক্তন বিধায়ক এই বক্স কনভার্টে স্থানটি পরিদর্শন করেছিলেন। তরিঘড়ি অস্থায়ী ভাবে নির্মাণ করা হয়েছিল যাতায়াতের রাস্তা এবং জল নিষ্কাশন ব্যবস্থা। কিন্তু তাতে করে কৃষি জমিতে জমাত বৃষ্টির জল সঠিকভাবে নিষ্কাশন হচ্ছিল না। ফলে বহু জমি জলের নিচে চলে যাচ্ছিল। বুধবার গভীর রাতে এই বক্স কনভার্ট কে বা কারা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। জানা গেছে তৎকালীন সময়ে অস্থায়ীভাবে নির্মাণ করা এই যাতায়াতের ব্যবস্থা বর্তমানেও বিপদজনক অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে সেই কারণেই এটিকে ভেঙ্গে দেওয়া হয়েছে। যদিও স্থানীয়দের দাবি এটি ভেঙ্গে পড়েছে। পাশাপাশি এলাকার কৃষি জমি গুলিতে চরম সমস্যা হচ্ছে। জল জমে বহু ধান জমি বর্তমানে ধান চাষের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীর দাবি এই সমস্যাগুলোর সমাধান করতে অতিসত্বর সদর্থক ভূমিকা গ্রহণ করুক দপ্তর।
What's Your Reaction?