ভারতরত্ন সংঘ পুনরায় পূজার আয়োজনের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা

ভারতরত্ন সংঘ প্রাঙ্গনে পূজার প্রস্তুতি শুরু

Sep 2, 2024 - 03:59
Sep 2, 2024 - 04:08
 0  70
ভারতরত্ন সংঘ পুনরায় পূজার আয়োজনের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা
প্রশাসনের অনুমতি ছাড়াই ভারতরত্ন সংঘ প্রস্তুতি নিচ্ছে দুর্গাপূজা।

দ্যা ফ্যাক্ট :- ঊষা বাজারের ভারতরত্ন সংঘ ক্লাবে পূজাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর মন গলাতে মাঠে নামল অনেকেই। পুরানো পরিচিত মুখগুলোকে পেছনে রেখে তুলনামূলক সাধারণ মুখগুলোকে সামনে পাঠিয়ে দাবি তোলা হয়েছে দূর্গা পূজার অনুমতি দেওয়ার। এই ক্লাবকে কেন্দ্র করে খুন, অপহরণ, হুমকির মত গুরুতর অপরাধ সংগঠিত হয়েছে। প্রশ্ন বর্তমানে পুনরায় দুর্গা পুজোকে কেন্দ্র করে মাথাচারা দিয়ে উঠতে চাইছে না তো সেই অপরাধের স্বার্থান্বেষী গোষ্ঠী? 

                   দীর্ঘদিন যাবত ঊষা বাজারের ভারতরত্ন সংঘ ক্লাব রাজ্য প্রশাসনের কাছে একটি মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। এই ক্লাবকে কেন্দ্র করে নিগু বাণিজ্য অলিখিতভাবে জাকিয়ে বসেছিল। শুরু হয়েছিল মাফিয়া রাজ। পিস্তল উচিয়ে হুমকি দেওয়া, গুলি ছোড়া এক ক্লাব সংলগ্ন এলাকাতে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। এই ক্লাবের পদ দখল, ক্ষমতা প্রদর্শন অন্যতম প্রতিযোগিতার বিষয় হয়ে উঠেছিল। অবশেষে ক্লাব সম্পাদক‌ দুর্গা প্রসন্ন দেব খুন হতে হয়েছিল। যতদূর খবরর ক্লাবের পদ দখলের লড়াই, নিগু বাণিজ্য উনার খুনের মূল কারণ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্লাব কর্তৃপক্ষ সরকারি জমির দখল করে যে ঘর নির্মাণ করেছিল তা ভেঙে দিয়েছে প্রশাসন। বর্তমানে দুর্গাপূজার নাম করে পুনরায় শুরু হয়েছে এই জমি দখল। দাবি উঠছে এই ধরনের ঘটনাকে নির্মূল করতে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা উচিত রাজ্য প্রশাসনকে। যাতে করে এই পূজার অন্তরালে কোন ধরনের অবৈধ কার্যকলাপ না ঘটে। পাশাপাশি এই ক্লাবের বড়মাথাগুলো বর্তমানে পেছনে থেকে সাধারণ সদস্যদের সামনে এগিয়ে দিয়েছে দুর্গাপূজার জন্য। পূজা করার অনুমতি দিলেও সেটাকে বড় করে কোন কিছু না করার ক্ষেত্রে অনুমতি না দেওয়ার দাবি তুলেছেন এলাকার সচেতন মহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow