বিপুল পরিমাণ অর্থ সহ ২ নেশা কারবারি গ্রেপ্তার আগরতলা রেলস্টেশনে
পূর্বের এনডিপিএস মামলার দুই অভিযুক্ত বিপুল পরিমাণ টাকা নিয়ে আগরতলা রেল স্টেশনে গ্রেফতার ।
দ্যা ফ্যাক্ট :- আগরতলা রেল স্টেশন থেকে নেশা বাণিজ্যের সাথে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করলো আগরতলা জিআর থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮ লক্ষ ৩০ হাজার টাকা। জানা গেছে এই টাকার উৎস নেশা বাণিজ্য। অভিযুক্তদের শনিবার পাঠানো হয়েছে আদালতে।
আগরতলা জিয়ার থানার পুলিশ নেশার বিরুদ্ধে আরো একটি সফলতা পেল। আগরতলা রেল স্টেশনে এনডিপিএস মামলায় অভিযুক্ত মেহেদী হাসান নাজমুল এবং শাহেনশা আক্তার গ্রেপ্তার হয়েছে। আগরতলা জিয়ার থানার ওসি তাপস দাস জানান তাদের বিরুদ্ধে পূর্বের নেশা-পানিজ্যের দায়ে মামলা রয়েছে। পাশাপাশি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে বিপুল অংকের অর্থ উদ্ধার হয়েছে। এই অর্থের উৎস নেশা বাণিজ্য বলে জানিয়েছেন তিনি। অভিযুক্তদের রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে আদালতে। তাদের সাথে নেশা বাণিজ্যে আরো কারা কারা জড়িত রয়েছে সে বিষয়টি খুঁজে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন ওসি তাপস দাস।
What's Your Reaction?