জঙ্গল থেকে নেশা সামগ্রী ও তাজা কার্তুজ সহ গ্রেফতার অভিযুক্ত
রাতের আঁধারে জঙ্গল থেকে অবৈধ নেশা সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। তার নাম রামকৃষ্ণ পাল। তার কাছ থেকে নেশা সামগ্রী পাশাপাশি উদ্ধার করা হয়েছে তাজা কার্তুজ।
দ্যা ফ্যাক্ট :- নেশা বাণিজ্যের সাথে জড়িত এক অভিযুক্তকে আটক করল স্থানীয়রা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অভৈধ নেশা সামগ্রী ও তাজা কার্তুজ। তাকে দেওয়া হয়েছে উত্তম মাধ্যম। ঘটনাস্থলে সিধাই থানার পুলিশ। অভিযুক্তির কাছ থেকে নিষিদ্ধ কফ সিরাপ, ব্রাউন সুগার এবং তাজিনথ্য বাংলাদেশের নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
সিধাই থানার অন্তর্গত মোহিনীপুর এলাকায় রবিবার গভীর রাতে রামকৃষ্ণ পাল নামে এক ব্যক্তিকে অবৈধ কফ সিরাপ, ব্রাউন সুগার এবং তাজা কার্তুজ সহ আটক করে স্থানীয়রা। তার বাড়ি মোহনপুরের জগতপুর এলাকায়। তাকে উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয়েছে পুলিশে। ঘটনাস্থলে করে ছুটে যায় সিধাই থানার পুলিশ। পাশাপাশি মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছুটে যায় ওই স্থানে। সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে অভিযুক্তকে। সোমবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে এনডিপিএস ধারা এবং অবৈধ অস্ত্র আইনে মামলা গ্রহণ করা হয়েছে।
What's Your Reaction?