বামুটিয়া পঞ্চায়েত সমিতি ও মোহনপুরে ৫ টি পঞ্চায়েতের শপথ সম্পন্ন

বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন দীপক সিংহ।

Aug 31, 2024 - 00:50
 0  34
বামুটিয়া পঞ্চায়েত সমিতি ও মোহনপুরে ৫ টি পঞ্চায়েতের শপথ সম্পন্ন
বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে শপথ শেষে সার্টিফিকেট গ্রহণ করলেন দীপক সিংহ। ছবি - নিজস্ব

দ্যা ফ্যাক্ট : বামুটিয়া আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ কর্মসূচি সম্পন্ন। পাশাপাশি মোহনপুর ব্লকের শুক্রবার পাঁচটি গ্রাম পঞ্চায়েতে হয়েছে শপথ গ্রহণ। শনিবার মোহনপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যদের হবে শপথ গ্রহণের।

                    বামুটিয়া ব্লকের অন্তর্গত মোট ২১ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। পঞ্চায়েত সমিতির আসন রয়েছে ১৩ টি। সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। শুক্রবার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন প্রাক্তন শিক্ষক তথা নবনির্বাচিত সদস্য দীপক সিংহ। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দীপক সিংহ আহ্বান করেন সবার সহযোগিতায় বামুটিয়া ব্লক এলাকে আরো উন্নত করার জন্য সকলে এগিয়ে আসার জন্য। এই শপথ গ্রহণে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিজেপি ঘোষিত সভাধিপতি বলাই গোস্বামী, এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

 অন্যদিকে মোহনপুর ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন রাংগাছড়া গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ তারানগর গ্রাম পঞ্চায়েত, হরিনাখোলা গ্রাম পঞ্চায়েত, সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েত এবং গজিরিয়া গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ হয়েছে। এদিনমন্ত্রী রতন লাল নাথ আহবান করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা এমনভাবে কাজ করা উচিত যাতে করে জনগণ পঞ্চায়েত মুখী হয়। পাশাপাশি স্বচ্ছতা বজায় রেখে আগের পঞ্চায়েতের চাইতেও আরো ভালো করে প্রতিটি পঞ্চায়েতকে কাজ করার পরামর্শ দিলেন তিনি। এই শপথ গ্রহণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির বিজেপি ঘোষিত চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান শংকর দেব সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow