পশ্চিম নারায়ণপুরে পুলিশের হাতে উদ্ধার এসকফ, গাঁজা এবং ফেনসিডিল

গোপন খবর ভিত্তিতে পশ্চিম নারায়ণপুরে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে উদ্ধার হয়েছে নেশা সামগ্রী। মামলা গ্রহণ করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

Dec 7, 2024 - 23:26
 0  23
পশ্চিম নারায়ণপুরে পুলিশের হাতে উদ্ধার এসকফ, গাঁজা এবং ফেনসিডিল
পশ্চিম নারায়নপুরের অর্জুন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ নেশা সামগ্রী। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- গোপন খবর ভিত্তিতে পুলিশের অভিযানে পশ্চিম নারায়ণপুর থেকে উদ্ধার নেশা সামগ্রী। শনিবার পুলিশের এই অভিযানে পশ্চিম নারায়নপুরের অর্জুন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ গাঁজা,ফেনসিডিল এবং এসকফ। পুলিশি অভিযানে নেশা সামগ্রী উদ্ধার হলেও আত্মগোপন করতে সক্ষম হয়েছে অভিযুক্ত অর্জুন বিশ্বাস।

দীর্ঘদিন যাবত পশ্চিম নারায়ণপুর এলাকায় নেশা বাণিজ্যের সাথে যুক্ত থাকার কারণে ফুলেঁপে উঠেছে অর্জুন বিশ্বাস। এই এলাকাতে নেশা বাণিজ্য এবং পাচার বাণিজ্য জলভাত পেশায় পরিণত হয়েছে। বহু পাচারকারী প্রতিদিন কয়েক লক্ষ টাকার সামগ্রী পাচার এবং নেশা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করছে। শনিবার গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ পশ্চিম নারায়ণপুর এলাকায় অর্জুন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়।এনসিসির এসডিপিও সুব্রত বর্মন, এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে চলো এই অভিযান। অভিযানে বাড়ির গোয়াল ঘর থেকে ১৮ কিলো অবৈধ গাঁজা, এসকফ এবং ফেনসিডিল ৩৯০ বোতল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন এসডিপিও। বর্তমানে অর্জুন বিশ্বাস পালাতক। তবে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার এই নেশা বাণিজ্যের সাথে আর কারা জড়িত রয়েছে সেই বিষয়টিও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow