বামুটিয়া ও মোহনপুরে বিরোধী শিবির ছেড়ে BJP-তে যোগদান ১৫১ ভোটার
লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামুটিয়া ওমোহনপুর বিধানসভাতে শাসক দলের নিয়মিত কর্মসূচি জারি।
দ্যা ফ্যাক্ট :-আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বামুটিয়া বিধানসভা এলাকাতে শাসকদল বিজেপির উদ্যোগে দলীয় সভা এবং যোগদান সভা জারি রয়েছে। বৃহস্পতিবার গোটা বিধানসভা এলাকায় ৪৮ পরিবারের ১৪১ জন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে মোহনপুর বিধানসভাতে ১০ জন ভোটার যোগ দিয়েছেন বিজেপিতে।
৩ নং বাবুটিয়া বিধানসভা এলাকার হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া শাসকদল। বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি হাতছাড়া হওয়ার পর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল বিজেপি। প্রতিদিন হচ্ছে যোগদান সভা। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শাসক দলের প্রচার বাড়ছে এই কেন্দ্রে। বৃহস্পতিবার বিভিন্ন সাংগঠনিক সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় যোগদান সভা। তুফানিয়া লুঙ্গা চা বাগানে ১৮ পরিবারের ৩৯ জন ভোটার, ৪২ নং বুথে ১০ পরিবারের ৩২ জন ভোটার এবং ২৬ নং বুথে ২০ পরিবারের ৭০ জন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। পাশাপাশি মোহনপুর বিধানসভা এলাকাতে অনুষ্ঠিত এই যোগদান সভাতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন এলাকার বিধায়কথা মন্ত্রী রতন লাল নাথ।এদিন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, মন্ডল সভাপতি বিজু পাল সহ অন্যান্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা নববক্তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।
What's Your Reaction?