CPI(M) এবং কংগ্রেসের আমলে রাজ্যে বহু মানুষ খুনহয়েছেন: জিতেন্দ্র

ইন্ডিয়া জুটের প্রার্থীর সমর্থনে মঞ্চে দাঁড়িয়ে বাম এবং কংগ্রেস আমলে নিরপরাধ মানুষের খুনের বিষয় মেনে নিলেন CPI(M) রাজ্য সম্পাদক

Apr 13, 2024 - 03:25
 0  52
CPI(M) এবং কংগ্রেসের আমলে রাজ্যে বহু মানুষ খুনহয়েছেন: জিতেন্দ্র

দ্যা ফ্যাক্ট:-বামেরা ভুল করে ঐতিহাসিক ভুল হিসেবে স্বীকৃতি দেওয়ার তালিকায় সর্বশেষ সংযোজন করলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অকপটে স্বীকার করলেন কংগ্রেস এবং বাম আমলে রাজ্যে বহু মানুষ খুন হয়েছেন। এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। আবার এই মঞ্চ থেকেই ইন্ডিয়া জুটের প্রার্থীদের ভোট দেওয়ার আহবান করলেন জিতেন্দ্র চৌধুরী।

                            ভারতবর্ষে সিপিআই(এম) যেভাবে ভুলের উপর ভুল করেছে তা সম্ভবত কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায়নি। কখনো নেতাজি সম্পর্কে কটুক্তি, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কটুক্তি, কখনো দেশের স্বাধীনতা নিয়ে কটুক্তি, কখনো দেশে কম্পিউটার চালু হওয়া নিয়ে কটুক্তি আবার কখনো বিজয় কুমার রাঙ্খলের জেনেভা ভাষণ নিয়ে মিথ্যা রাজনীতি করেছে সিপিআই(এম)। এই সমস্ত গুলোর ক্ষেত্রেই পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে বামেরা। ভুল স্বীকার করে জেনেভা ইস্যুকে রাজনৈতিক পরিকল্পনা বলে সিলমোহর দিয়েছিলেন তৎকালীন রাজ্য সম্পাদক বিজন ধর। এবার সর্বশেষ সংযোজন করলেন জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার বিজুরকর্তা চৌমুহনীতে ইন্ডিয়া জুটের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হয় এক সভা। এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন কংগ্রেস এবং সিপিআই(এম) ক্ষমতায় থাকাকালীন সময়ে এই রাজ্যে বহু মানুষ খুন হয়েছেন। সেই মায়েদের কোল ভরিয়ে দেওয়ার ক্ষমতা নেই। এই বক্তব্যের পর তিনি বর্তমান শাসক দলকে রাজনৈতিক এবং প্রশাসনিক ইস্যুতে আক্রমণ করেছেন। আবার এই মঞ্চ থেকেই জিতেন্দ্র চৌধুরী জনগণের প্রতি আহবান করেছেন এই নির্বাচনে ইন্ডিয়া জুটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য। প্রশ্ন উঠছে যে দুই দল মূলত জোট বেধেছে সেই দুই দলের ক্ষমতা চলাকালীন সময়ে রাজ্যে বহু সংখ্যক মানুষ খুন হওয়ার ঘটনায় শিল-মহর দিল সিপিআইএম রাজ্য সম্পাদক। তাহলে জনগণ কি কারনে এই দলের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তা নিয়ে উচ্চ প্রশ্ন?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow