গাঁজা বিরোধী অভিযান শেষে আক্রমণের মুখে পুলিশ, ভাঙচুর গাড়ি, আহত ৫ আরক্ষা কর্মী
৬০ হাজার গাঁজা গাছ ধ্বংস, প্রতিবাদে গাঁজা চাষীদের আক্রমণ

দ্যা ফ্যাক্ট:- গাঁজা বিরোধী অভিযান করতে গিয়ে আক্রমণের মুখে পুলিশ। ভাংচুর করা হয় গাড়ি। আক্রান্ত ৫ আরক্ষা কর্মী। ঘটনা সিধাই থানাধীন নতুন বাজার এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানাতে শত প্রণোদিত মামলার গ্রহণ করেছে পুলিশ।
সিধাই থানা এলাকাতে নিয়মিত গাঁজা বিরোধী অভিযান জারি রেখেছে পুলিশ। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার নতুন বাজার এলাকায় গাড়ি রেখে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে গাঁজা বাগান ধ্বংস করতে যায় পুলিশ। প্রায় ৬০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর এসডিপিও বিজয় সেন। এদিন এই গাঁজা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম মজুমদার। অভিযান শেষে ফিরে আসার পথে গাঁজা চাষীরা একত্রিতভাবে পুলিশের গাড়ির উপর আক্রমণ করে। মোট পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি গাঁজা চাষীদের আক্রমণে সিআরপিএফ পুলিশ এবং টিএসআর সমেত মোট পাঁচজন আরক্ষা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে স্থানীয়দের তরফে অভিযোগ করা হয়েছে পুলিশ নিরপরাধ মানুষকে মারধর করেছে বলে। যদিও এই বিষয়ে এসডিপিও সাফ জানিয়ে দেন যাদেরকে আক্রমন স্হলে পাওয়া গেছে তাদেরকে ছত্রভঙ্গ করতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। গোটা বিষয়ে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রশ্ন উত্তরে এসডিপিও জানান সিধাই থানাতে একটি মামলার নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য প্রায় ১০ বছর আগে এই এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিল তৎকালীন মহকুমা শাসক ধীরাজ দেববর্মা সমেত পুলিশ প্রশাসন। তখনো ভাঙচুর করা হয়েছিল পুলিশ সমেত মহকুমা শাসকের গাড়ি। সেই সময়ও একটি মামলার রুজু করা হয়েছিল। কিন্তু অভিযুক্তের বিষয়ে আর কোন খবর মেলেনি।
প্রশ্ন উঠছে বৃহস্পতিবারের এই আক্রমণের ক্ষেত্রেও পুলিশ অভিযুক্তদের ক্ষেত্রে নিরব ভূমিকা নেবে না তো? ইতিমধ্যেই এলাকার সচেতন মহলের দাবি এই অবৈধ গাঁজা চাষী এবং আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশ মেরুদন্ড সোজা রেখে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।
What's Your Reaction?






