বিভিন্ন দাবিতে মনু বনকুল সাব জুনালে ডেপুটেশন বামেদের
ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ময়দানে CPI(M)
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-বিভিন্ন দাবিকে সামনে রেখে সিপিআই(এম)দলের উদ্যোগে মনু বনকুল সাব জোনাল অফিসে ডেপোটেশন প্রদান করা হয়। কাজের দাবী, রাস্তাঘাট নির্মাণের দাবি, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সমস্যা এবং দাবিকে কেন্দ্র করে এই ডেপুটেশন সংঘটিত হয়। সিপিআই(এম) কর্মীরা ডেপোটেশনের পূর্বে এক মিছিল সংগঠিত করে। মনু বনকুল সাব জোনাল অফিসের আধিকারিকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় এই দিন।
এদিকে ডেপোটেশনকে কেন্দ্র করে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল দলের উদ্যোগে। আলোচনা সভাতে সরকারের তীব্র সমালোচনা করেন গণমুক্তি পরিষদের সাবরুম মহকুমা সম্পাদক প্রভাত চৌধুরী। তিনি অভিযোগ করেন, ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়াকে কেন্দ্র করে যেখানে যেই রাজনৈতিক দলের শক্তি বেশি তারাই ভিলেজ কাউন্সিল গুলোকে পরিচালনা করছে। প্রভাত চৌধুরী অভিযোগ করেন এলাকাতে মানুষের নিত্য দিনের যে চাহিদা গুলো রয়েছে সেগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না। এই সভা থেকে তিনি দাবি তোলেন অতিসত্বর রাজ্যের ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পন্ন করতে।
What's Your Reaction?