মোহনপুরে হোম ভোটিং, বিছানায় শয্যাশায়ীরাও দিলেন ভোট
মোহনপুর মহকুমার ৩ টি বিধানসভাতে এক যুগে হোম ভোটিং কর্মসূচি বাস্তবায়িত।
দ্যা ফ্যাক্ট:- লোকসভা নির্বাচনে মোহনপুর মহকুমা এলাকায় হোম ভোটিং কর্মসূচি শুরু হয়েছে বুধবার। শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করল নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বিছানায় শয্যাশায়ী অবস্থায় অথবা মেঝেতে বসে নিজের ভোটাধিকার প্রয়োগ করে কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোটাররা।
মোহনপুরে মহকুমাশাসক তথা এআরও সুভাষ দত্ত জানান সকাল ৯ টা থেকেই ভোট গ্রহণের জন্য বেরিয়ে গেছেন ভোটগ্রহণের কাজে নিয়োজিত কর্মীরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মানুষের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। তবে এই ভোটগ্রহণকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন বিভিন্ন সেক্টরের বিভক্ত এলাকাতে কর্মীরা মানুষের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ কম্পার্টমেন্ট তৈরি করে ভোট গ্রহণ করেছেন। এদিন এলাকার বৃদ্ধ ভোটাররা এই নতুন প্রক্রিয়ায় বাড়িতে বসে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন। নির্বাচন কমিশনের এই উদ্যোগের কারণে অসুস্থ এবং বৃদ্ধ ভোটারদের অত্যন্ত সুবিধা হয়েছে বলে আশা ব্যক্ত করেছেন ভোটাররা। মহকুমা শাসক জানিয়েছেন যদি কিছু সংখ্যক ভোট গ্রহণের সময়সল্পতার কারণে বাকি থাকে সেগুলো আগামী ১২ তারিখ গ্রহণ করা হবে।
What's Your Reaction?