স্বচ্ছ ভারত অভিযানে বামুটিয়ায় BJP-র রাজ্য সভাপতি ও মোহনপুরে রতন লাল নাথ অংশ নিলেন
মোহনপুর এবং বামুটিয়া বিধানসভায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচী বাস্তবায়িত

দ্যা ফ্যাক্ট:-অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির যে আহবান করেছে প্রধানমন্ত্রী তার অঙ্গ হিসেবে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী শনিবার বামুটিয়া বাজারে কালী মন্দিরে এই কর্মসূচি বাস্তবায়ন করেন। অন্যদিকে ২ নং মোহনপুর বিধানসভা এলাকাতে বিভিন্ন মন্দিরে মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নেন।
আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। শনিবার বামুটিয়ায় রাজন্য আমলের কালী মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে যোগদান করে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য বলেন দেশের প্রধানমন্ত্রী যে আহ্বান করেছে বিভিন্ন মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করার জন্য তার অঙ্গ হিসেবেই গোটা রাজ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি দেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান করেন। এই দিন রাজ্য সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, মন্ডল সভাপতি বিজু পাল, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিলা দাস সেন সহ অন্যান্যরা।
অন্যদিকে মোহনপুর বিধানসভার রাম ঠাকুর মন্দিরে শনিবার সকালে শুরু হয় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। মন্ত্রী রতন লাল নাথ দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একে একে অভিচরণের থাইছেরেম মন্দির, রামকৃষ্ণ মন্দিরে করা হয় স্বচ্ছতা অভিযান।
What's Your Reaction?






