বাংলাদেশের চুনারুঘাটকে সবুজে মুড়ে দিতে উদ্যোগ নিল ব্যারিস্টার সুমন
চুনারুঘাট-কে সবুজের চাদরে মুরে দিতে পাঁচ হাজার আম গাছ লাগানোর উদ্যোগ নিল ভূমিপুত্র সৈয়দ সাইদুল হক সুমন

দ্যা ফ্যাক্ট:-বাংলাদেশের চুনারুঘাট-কে সবুজের চাদরে মুরে দিতে পাঁচ হাজার আম গাছ লাগানোর উদ্যোগ নিল ভূমিপুত্র সৈয়দ সাইদুল হক সুমন। গোটা এলাকা জুড়ে পাঁচ হাজার আমের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এই উদ্যোগে গ্রামের সমস্ত অংশের মানুষদের অংশীদারিত্ব করতে উদ্যোগ নিলেন সুমন।
গোটা বাংলাদেশে এক পরিচিত মুখ সৈয়দ সাইদুল হক সুমন। যাকে ব্যারিস্টার সুমন নামেই চেনেন বেশি লোক। সম্প্রতি অনাবৃষ্টিকে কেন্দ্র করে দিনের তাপমাত্রা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল। যার ফলে কৃষিকাজ থেকে শুরু করে সাধারণ জীবনযাপন বিপর্যস্ত হয়েছে।এই অবস্থায় ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের চুনারুঘাটের ভূমিপুত্র ব্যারিস্টার সুমন হাতে হাত ধরে বসে থাকেননি। নিজের উদ্যোগে নিজের পয়সা খরচ করে পাঁচ হাজার আমের চারা কিনে এনেছেন। সেই চারা গুলো বন্টন করে দিয়েছেন গোটা এলাকার মানুষদের মধ্যে।
অনুরোধ করেছেন এই গাছগুলো বড় হলে তার বিনিময়ে একটি ভোট বা একটি আম চাইতে আসবেন না। কিন্তু সবাই অত্যন্ত সোহাগ দিয়ে এই আমের চারাগুলোকে যেন বড় করেন সেই আর্জিই রাখলেন তিনি। অনুরোধ করলেন চুনারুঘাটকে সবুজায়ন করতে এবং আম উৎপাদনে এই এলাকাকে একটি বিশেষ মর্যাদাপূর্ণস্থানে নিয়ে যেতে প্রত্যেকে আমের চারাগুলো যত্ন করে বড় করতে।
এর মধ্য দিয়ে আগামী দিনে এই এলাকার কচিকাঁচাদের আমের চাহিদা পূরণ হবে বলেও আশা ব্যক্ত করলেন তিনি। বর্তমান প্রাকৃতিক এই সমস্যাকে কেন্দ্র করে সৈয়দ সাইদুল হক সুমন যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে পায়ে পা মিলিয়ে চুনারুঘাট কতটা এগিয়ে যায় সেদিকেই নজর প্রকৃতিপ্রেমীদের।
What's Your Reaction?






