মন্ত্রী সভা থেকে খোলি,সবেতেই পারদর্শিতা দেখাল রতন
খোল বাজিয়ে বাজিমাত মন্ত্রীর
দ্যা ফ্যাক্ট:-ঢুলের পর খোল বাজিয়ে নৃত্য করলেন মন্ত্রী রতন লাল নাথ। খোল বাজানো দৃশ্য দেখে বোঝা মুশকিল হচ্ছিল এটা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব? নাকি পেশাদার খোল বাদক? মাথায় লাল কাপড় বেঁধে খোল কাঁধে অবিকল নেচে গেলেন রতন বাবু।
রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ২ নং মোহনপুর বিধানসভা এলাকায় বিভিন্ন মন্দিরে পূজার আয়োজন করা হয়। এই পূজাতে এলাকার মানুষ রাম নাম কীর্তনের ব্রতি হন। কীর্তনের সুরে সাথে তাল মিলিয়ে পেশাদার খোল বাদকের পরিবর্তে কাঁধে খোল নিয়ে সংগত দিলেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন দুই নং মোহনপুর বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে রাম নামের কীর্তন অনুষ্ঠিত হয়। বেশ ভালো সংখ্যক জনগণ এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে যতটা উৎসাহ ছিল সেই উৎসাহের মাত্রা আরো বাড়তি মাত্রা যোগালো মন্ত্রী রতন লাল নাথের খোল বাজানোকে কেন্দ্র করে। এদিন মোহনপুর বাজার, সাতডুবিয়া সহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে।
What's Your Reaction?