বাংলাদেশ থেকে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, প্রয়োজন কঠোর পদক্ষেপে

প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকে কেন্দ্র করে বিপদের মুখে ত্রিপুরা।

Jul 2, 2024 - 03:59
Jul 2, 2024 - 04:02
 0  43
বাংলাদেশ থেকে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, প্রয়োজন কঠোর পদক্ষেপে
আগরতলা রেল স্টেশনে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী গ্রেফতার ১৩ জন।

দ্যা ফ্যাক্ট:- আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের অনুপ্রবেশ করার ক্ষেত্রে ত্রিপুরাস্থান ইতিমধ্যেই অন্যতম হয়ে উঠেছে। রাজ্য পুলিশের গন্ডি পেরিয়ে বর্তমানে এনআইএ মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্যে। হয়েছে গ্রেফতার। কিন্তু এরপরেও ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ত্রিপুরাতে প্রতিদিন অবৈধ অনুপ্রবেশ ঘটেই চলেছে। তার অন্যতম মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায় দেশের ভেতর এই অবৈধ অনুপ্রবেশকারীদের থাকার জন্য অনুকূল পরিবেশ এবং নথিপত্র বেরকরার অবৈধ সুযোগ।

                       বাংলাদেশ থেকে ভারতের সীমানা পার হয়ে অবৈধ অনুপ্রবেশ দীর্ঘ বছর যাবত ঘটেই চলেছে। যার প্রভাব সরাসরি লক্ষ্য করা গেছে ত্রিপুরার জনসংখ্যায়। যে হারে অবৈধ অনুপ্রবেশ হয়েছে তাঁর সঠিক কোন পরিসংখ্যান সরকারের কাছে নেই। এমনকি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও তা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বহু অবৈধ অনুপ্রবেশকারী বর্তমানে দেশের নিরাপত্তা ব্যবস্থার অভ্যন্তরেও ঢুকে গেছে। একের পর এক অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে অনুপ্রবেশ করে বর্তমানে ফুলে ফেঁপে বসেছে। এর উপর প্রতিদিন কোন না কোন অঞ্চল দিয়ে হচ্ছে অনুপ্রবেশ। রবিবার এই ধরনের আরো একটি ঘটনা সামনে এসেছে। বাধারঘাট স্থিত আগরতলা রেল স্টেশন থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ১১ জন নাগরিককে গ্রেফতার করেছে রেল পুলিশ। এদের মধ্যে দুইজন রয়েছে শিশু। সে ক্ষেত্রে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগরতলা রেল স্টেশন থেকে রেলের চেপে অবৈধ অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য এসেছিল। কিন্তু রেল পুলিশের হাতে ধরা পড়েছে এই অভিযুক্তরা। প্রতিদিন যেভাবে অবৈধ অনুপ্রবেশকারী নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ছে তাঁকে কেন্দ্র করে প্রশ্ন উঠে রাজ্যের অন্যান্য অঞ্চল দিয়ে যেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ঢিলেঢালা সে সমস্ত অঞ্চল দিয়ে কি সংখ্যক মানুষ অনুপ্রবেশ করছে ভারতে। বর্তমানে রাজ্য এবং দেশের অভ্যন্তরে এই অবৈধ অনুপ্রবেশকারীরা বাঁকা পথে নথিপত্র বার করার ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্ক রয়েছে সেগুলোকে অতিসত্বর ভাঙ্গা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ না করলে গোটা রাজ্যের পরিস্থিতি একসময় ভয়াবহ আকার ধারণ করা শুধু সময়ের অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow