দাইগ্যা বাড়িতে নৃশংসভাবে খুন নাবালক, গ্রেফতার অভিযুক্ত

বাড়ি থেকে খেলতে বেরিয়ে লাশ হয়ে ঘরে ফিরল প্রমিত। তদন্ত শুরু করেছে পুলিশ।

Jul 3, 2024 - 02:18
 0  1
দাইগ্যা বাড়িতে নৃশংসভাবে খুন নাবালক, গ্রেফতার অভিযুক্ত
প্রমিত মুন্ডা খুনের অভিযুক্ত ফিরোজা দেববমাকে গ্রেফতার করেছে পুলিশ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- একপ্রকার চাপে পড়ে ছেলের লাশ কবর দেওয়ার জন্য মাটি খুঁড়েছিল বাবা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছৈ উদ্ধার করে নাবালক প্রমিত মুন্ডার(১০) মৃতদেহ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ফিরোজ দেববর্মাকে। ঘটনা সিধাই থানাধীন দাইগ্যা বাড়ির কাকড়া ছড়া স্কুল সংলগ্ন লাকায়। জানা গেছে গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল প্রমিত। এরপরই তার মৃতদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার।

                     অন্যান্য পাঁচ দিনের মতোই গত রবিবার কাঁকড়া ছড়া স্কুল মাঠে খেলতে গিয়েছিল প্রমিত মুন্ডা। কিন্তু খেলা শেষে এই দিন বাড়িতে ফিরলো না সে। জানা গেছে প্রতিবেশী ছেলেদের সাথে খেলাধুলা করার পর তাঁকে ডেকে নিয়ে যায় ফিরোজ দেববর্মা নামে এক ব্যক্তি। তার বাড়ি খোয়াইয়ের বগাবিল এলাকায়। সে গত শুক্রবার দাইগ্যা বাড়ির কাঁকড়াছড়া স্কুল সংলগ্ন এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে আসে। রবিবার রাতে প্রমিত মুন্ডাকে ফিরোজ তার সাথেই বোনের বাড়িতে নিয়ে যায় বলে জানিয়েছেন বোনের বর প্রশন দেববর্মা। কিন্তু সোমবার সকালে প্রমিতকে তাঁদের ঘরে আর দেখা যায়নি বলে জানিয়েছেন প্রশন। এই বিষয়ে ফিরোজ পরিবারের লোকেদের জানিয়েছিল সে সকালেই বাড়িতে ফিরে গেছে। এদিকে ফিরোজের বাবা বাবুল মুন্ডা জানান ছেলে বাড়িতে না আশায় তাঁকে অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু তার কোন হদিস পাননি। এমনকি অভিযুক্ত ফিরোজ দেববর্মাকে উনার ছেলের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছিলেন। অবশেষে মঙ্গলবার গ্রামবাসীদের সহযোগিতায় এলাকার জঙ্গলে খোঁজাখুঁজি করার পর প্রমিতের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশেষ করে মুখের পাশে আঘাতে চিহ্ন রয়েছে। এদিকে ঘটনা স্হলে ছুটে যায় সুন্দর টিলা ফাঁড়ি ও সিধাই থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ফিরোজ দেববর্মাকে। সে ইতিমধ্যেই খুনের ঘটনা নিজে সংগঠিত করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। গলা চেপে ইট দিয়ে আঘাত করে প্রমিতকে খুন করেছে বলে জানিয়েছে সে। যদিও কি কারণে সে এই শিশুটিকে খুন করেছে সে সম্পর্কে পরিষ্কার কিছু বলেনি। এদিকে মৃতের পরিবারের লোকেরা পুলিশকে কোন কিছু না জানিয়ে মৃতদেহ কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। জানা গেছে অভিযুক্তের তরফে এবং স্থানীয় কতিপয় প্রভাবশালীদের চাপে পড়ে মৃতের পরিবারের লোকেরা এই পথ পেছে নিয়েছিল। তবে সঠিক সময়ে পুলিশ পৌঁছে গিয়ে মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসে এবং অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow