বিলোনিয়ায় প্রয়াত বাদল শীলের বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন মানিক সরকার
প্রয়াত CPI(M)- নেতা বাদল শীলের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন মানিক সরকার।

দ্যা ফ্যাক্ট : বিলোনিয়াতে সদ্য প্রয়াত সিপিআই(এম) নেতা বাদল শীলের বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেখানে পরিবার পরিজনদের সাথে কথা বলার পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধির চেষ্টা করেছেন তিনি। এদিন বিলোনিয়াতে বাদল শীলের স্মরণ সভাতেও অংশগ্রহণ করলেন মানিক সরকার।
আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাদল শীল জেলা পরিষদের সিপিআই(এম) দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরই মধ্যে উনার উপর করা হয় আক্রমণ। গুরুতর জখম হয়েছেন তিনি। জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনার সকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দলীয় কর্মী সমর্থক এবং পরিবারে। বুধবার বিলোনিয়াতে উনার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি প্রয়াত বাদল শীলের স্ত্রী, সন্তান এবং অন্যান্য পরিবারের সদস্য সদস্যাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
এই দিন বিলোনিয়াতে বাদল শীলের স্মরণ সভাতে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন উনার এই মৃত্যু দল এবং এলাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। দলীয় কর্মীদের ঘুরে দাঁড়াবার পরামর্শ দিলেন মানিক সরকার। পাশাপাশি বাদল শীলের স্ত্রী সন্তান এবং পরিবারকে দলীয়ভাবে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
What's Your Reaction?






