বহু পুরনো পিতলের কালী প্রতিমা বেরিয়ে এলো পানীয় জলের কল থেকে

নন্দননগরের পালপাড়াতে এই কালী প্রতিমা উদ্ধারকে কেন্দ্র করে উৎসুক মানুষের ভিড়

Mar 11, 2024 - 01:53
Mar 11, 2024 - 01:55
 0  82
বহু পুরনো পিতলের কালী প্রতিমা বেরিয়ে এলো পানীয় জলের কল থেকে
নন্দনগরের পাল পাড়াতে উদ্ধার হল ২০০ গ্রাম ওজনের পিতলের কালী প্রতিমা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-পানীয় জলের কল থেকে বেরোলো কালী ঠাকুরের প্রতিমা। পিতলের তৈরি এই প্রতিমা পানীয় জলের কলের পাইপ দিয়ে উঠে আসায় ভিড় জমায় উৎসাহিত জনতা। ঘটনা নন্দননগরের পাল পাড়ায়।

                 শনিবার মহা শিবরাত্রি এবং কালীপূজাকে কেন্দ্র করে গোটা রাজ্যে ধর্মীয় আচার অনুষ্ঠানের ছিল ছড়াছড়ি। এরই মধ্যে নন্দননগরের পাল পাড়াতে লক্ষ্মী রুদ্র পালের মেয়ের বাড়িতে পানীয় জলের কল থেকে উঠে এসেছে একটি পিতলের কালী প্রতিমা। 

                     জানা গেছে জল না আসার কারণে এই কলটি খুলে মেরামত করতে গিয়েছিল বাড়ির লোকেরা। তখনই চেক বাল্ব নিচ থেকে উদ্ধার হয়েছে এই পিতলের মূর্তি। যার ওজন প্রায় ২০০ গ্রাম। অনেকেই এই ঘটনাটিকে অলৌকিক বলে প্রচার করছেন। কিন্তু এই ঘটনার পেছনে যথেষ্ট বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। হয়তো বহু বছর আগে কোন কারনে এই এলাকাতে মাটির নিচে এই প্রতিমা চাপা পড়ে ছিল। বর্তমানে মাটির নিচে কলের ভাঙ্গা অবস্থায় পাইপ থেকে থাকলে সেই পাইপ দিয়ে উঠে আসতে পারে এই প্রতিমা। যদিও এই প্রতিমা বর্তমানে যথাযোগ্য মর্যাদায় পূজিত হচ্ছেন। এই মূর্তি উঠে আসার পেছনে কারণ যাই থাকুক মানুষ ধর্মীয় ভাবেই বিষয়টিকে গ্রহণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow