নির্বাচনে BJP-র প্রার্থী হতে পারেন তিপ্রা মথার মুখিয়ার বোন কির্তী
সব ঠিকঠাক থাকলে দুএকদিনের মধ্যেই ঘোষণা হতে পারে পূর্ব আসনে বিজেপির প্রার্থীর নাম।
দ্যা ফ্যাক্ট:- আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের পূর্ব আসন থেকে বিজেপি দলের প্রার্থী হবার সম্ভাবনা প্রবল অবিজেপি ঘরানার ব্যক্তিত্ব। দিল্লি এবং রাজ্যের কূটনৈতিক আলোচনা এবং সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ইতিমধ্যেই সম্ভাব্যপ্রার্থী রাজ্যে এসেছেন রবিবার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই একদিনের মধ্যেই ঘোষণা হতে পারে প্রার্থীর নাম।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতির ইতিহাসে একটি অন্যতম ঘটনা ঘটতে চলেছে ত্রিপুরাতে। গত লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল বিজেপি। কিন্তু এইবার শুধু পশ্চিম আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অপর একটি আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা হয়নি। যতদূর খবর পাওয়া গেছে পূর্ব আসনে বিজেপির প্রার্থী হতে চলেছেন কির্তী সিং। তিনি তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার বোন। রবিবার বোনকে সাথে নিয়ে রাজ্যে এসেছেন প্রদ্যুৎ। এদিনই রামচন্দ্র ঘাটে একটি সরকারি অনুষ্ঠানে বোনকে নিয়ে মঞ্চে উঠলেন প্রদ্যুৎ। বলা যায় এদিন রাজ্যের মানুষের সাথে প্রাথমিক পরিচয় পর্ব হয়ে গেল কির্তী সিং এর।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ বলেছিলেন লোকসভা নির্বাচনে প্রার্থী ঠিক করবেন তিনি। কিন্তু সিম্বল অন্য দলের হতে পারে। অর্থাৎ আগে থেকেই দলীয় কর্মীদের বুঝিয়ে পা বাড়াচ্ছেন দলের মুখিয়া। যাতে করে বিজেপির প্রতীক চিহ্নে প্রদ্যুতের বোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে কোন ধরনের গৃহযুদ্ধের সম্মুখীন না হতে হয় মাথার মুখিয়াকে।
What's Your Reaction?