বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডারে অগ্নি সংযোগ, নেই আগুন নেভানোর পরিকাঠাম
বাজালঘাট উচ্চ বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ। যদিও ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি।
দ্য ফ্যাক্ট :- মিড ডে মিল রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ ঘটে। যদিও ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। ঘটনা বামুটিয়ার বাজালঘাট উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আগুন নেভানোর কোনো পরিকাঠামো না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
বামুটিয়ার নোয়াগাঁও এলাকায় অবস্থিত বাজালঘাট উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করার সময় সিলিন্ডারে আগুন লাগে। বেশ কিছুক্ষণ আগুন জ্বলতে থাকলেও বিদ্যালয়ের কারও আগুন নেভানোর প্রশিক্ষণ বা অভিজ্ঞতা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। স্থানীয় এক যুবক ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা পৌঁছালেও, তার আগেই আগুন নিভে যায়। এই ঘটনায় বিদ্যালয় বা শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি। তবে বিদ্যালয়ে আগুন নেভানোর কোনো পরিকাঠামো না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সমস্ত বিদ্যালয়ে আগুন নেভানোর পরিকাঠামোর ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
What's Your Reaction?