অনশন করতে এসে মঞ্চ ছেড়ে সামাজিক মাধ্যমে গান্ধীবাণী প্রচার প্রদ্যুতের

অনশন মঞ্চ থেকে দিল্লি গেল প্রদ্যুৎ, মঞ্চ রক্ষা করলো দলীয় কর্মীরা

Mar 2, 2024 - 05:40
Mar 2, 2024 - 12:14
 0  38
অনশন করতে এসে মঞ্চ ছেড়ে সামাজিক মাধ্যমে গান্ধীবাণী প্রচার প্রদ্যুতের
বিগত দুই দিনে সামাজিক মাধ্যমে ২ টি পোস্ট করলেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা

দ্যা ফ্যাক্ট:- হয়তো গোটা পৃথিবীতে অনশন মঞ্চে এই ধরনের ঘটনা একেবারেই বিরল। অনশন মঞ্চে ওঠার কয়েক মিনিটের মধ্যেই মঞ্চ ত্যাগ করল প্রদ্যুত বিক্রম মানিক্য দেববর্মা।সেই থেকে ৩ দিন যাবত সামাজিক মাধ্যমে মহাত্মা গান্ধীর বাণী প্রচার করছেন তিনি। অন্যদিকে হাতাই কতরে অনশন মঞ্চে পালা করে অবস্থান করছেন নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।

মহাত্মা গান্ধী জীবনে বহুবার অনশন কর্মসূচি পালন করেছিলেন। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল উনার এই অনশন কর্মসূচি। গত ২৮ শে ফেব্রুয়ারি বড় মুরার হাতাই কতরে আনুষ্ঠানিকভাবে অনশন মঞ্চে ওঠার কয়েক মিনিট পর নেমে এসেছিলেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। ঘোষণা দিয়েছিলেন দিল্লি যাবেন বলে। এই দিন সামাজিক মাধ্যমে কোন বার্তা ছিলনা। গত ২৯ ও ১ তারিখ সামাজিক মাধ্যমে মহাত্মা গান্ধীর বাণী প্রচার করছেন প্রদ্যুৎ। পাশাপাশি শুক্রবার সর্বশেষ 'টুমরো' লেখা এবং হাতের মুঠ পোস্ট করেছেন।

        অন্যদিকে YTF- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা সামাজিক মাধ্যমে লিখেছেন "জেনে শুনে পরিকল্পিতভাবে একটা সমগ্র জাতির মানুষের আবেগ নিয়ে খেলা এক ভয়ঙ্কর অপরাধ এবং বিশ্বাসঘাতকতা"। তবে তিনি কি প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেছেন তা স্পষ্ট করেননি। এই অবস্থায় মথার কর্মসূচি এবং প্রদ্যুৎ কিশোরের অনশন কোন দিকে  মোর নে  সেটাই দেখার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow