কালীবাজারে দীর্ঘদিনের মেহনতে তৈরি করা প্রতিমা ভেঙ্গে দিল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ
রাতের আঁধারে নির্মীয়মান দুর্গা প্রতিমা এবং কালী মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। গোটা বছরের রোজগারে ব্যাঘাত ঘটলো প্রতিমা শিল্পীর। রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রতিমা শিল্পী তপন সরকার। ঘটনা বামুটিয়ার কালীবাজার সংলগ্ন এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

দ্যা ফ্যাক্ট :- নিরহ প্রতিমাশিল্পীর নির্মীয়মান প্রতিমা ভেঙ্গে দিল দুষ্কৃতীরা। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে কালীবাজার সংলগ্ন এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত সে বিষয়টি খবর করা পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ।
উদয়পুর থেকে কালীবাজার সংলগ্ন এলাকায় এসে বসবাস শুরু করেছেন তপন সরকার। উনার রোজগারের একমাত্র পথ দুর্গা প্রতিমা তৈরি করা। যদিও বড় পরিসরে এই কাজ তিনি করেন না। একাই অত্যন্ত শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে দুর্গা প্রতিমা তৈরি করেন। এবছর মোট তিনটি দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন তিনি। বাজারের অন্যান্য প্রতিমা শিল্পীদের চাইতে উনার প্রতিমা অনেক বেশি সুন্দর এবং চড়া দামে বিক্রি হয়। এর মধ্যে দুটি প্রতিমা বিক্রি হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে কে বা কারা এই দুটি প্রতিমা সহ অন্যান্য মূর্তিগুলো ভেঙে দিয়েছে। প্রতিমা শিল্পী তপন সরকার জানান এই এলাকাতে ওনার কারো সাথে শত্রুতা নেই। কারো সাথে কোন ধরনের মনোমালিন্য নেই। কারা এই ঘটনা ঘটাতে পারে সে বিষয়ে কোনো ধরনের ধারণা দিতে পারছেন না তিনি। তবে গত বছর এবং এই বছর তখন সরকারের কাছে কতিপয় ব্যক্তি এসেছিলেন প্রতিমার মাথা ক্রয় করার জন্য। কিন্তু তিনি প্রতিমার মাথা বিক্রি করতে রাজি হননি। এই ঘটনার পেছনে এই ধরনের ব্যবসায়িক কোন বদ উদ্দেশ্য লুকায়িত রয়েছে কিনা তানিয়ে উঠেছে প্রশ্ন ।শনিবার সকালে এই দৃশ্য দেখে মাথায় হাত প্রতিমা শিল্পীর। ঘটনা স্হলে আসে বামুটিয়া ফাঁড়ির ওসি এন্টনি জমাতিয়া, লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ অন্যান্যরা। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। অন্যদিকে ক্ষতিগ্রস্ত প্রতিমা শিল্পীর বাড়িতে আসেন মামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস ও সহ অন্যান্য জনপ্রতিনিধি ও নেতৃত্বরা। প্রত্যেকের একটাই দাবি যে বা যারা এই অপকর্মের সাথে জড়িত এদের অতিসত্বর চিহ্নিত করার পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?






