বর্গাদারের উৎপাদিত ধান কেঁটে নিল গ্রাম প্রধান, কপালে হাত কৃষকের
মৌখিক চুক্তিতে উৎপাদিত ফসল বর্গাদারকে বঞ্চিত করে তুলে নিল জমির মালিক।
দ্যা ফ্যাক্ট:- জমিতে উৎপাদিত ধান বর্গাদারকে বঞ্চিত করে কেঁটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল জমির মালিক তথা গ্রাম প্রধানের বিরুদ্ধে। ঘটনা মোহনপুরের বিজয়নগর গ্রামে। জমির মালিক সঞ্জিত সরকার বর্গাকার চানু সরকারের উৎপাদিত ধান কেঁটে নিয়ে গেছে বলে অভিযোগ।
মোহনপুরের বিজয়নগর গ্রামে দীর্ঘ বছর যাবত চানু সরকার স্থানীয় গ্রাম প্রধান সঞ্জিত সরকারের ধান জমিগুলোতে বর্গা নিয়ে ধান চাষ করছেন। এই মৌসুমে ধান কাটার সময় চলে এসেছে। শুক্রবার জমিতে শ্রমিকদের নিয়ে ধান কাটতে গিয়ে তিনি দেখেন জমির মালিক তথা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সরকার সমস্ত ধান কেটে নিয়ে যাচ্ছেন। এই বিষয়ে সনজিৎ সরকারের স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দেননি বলে অভিযোগ করেছেন বর্গাদার চানু সরকার। তিনি অভিযোগ করেন দীর্ঘ মাস যাবত হাড়ভাঙ্গা খাটুনি খেটে, পয়সা খরচ করে ধান উৎপাদন করার পর এই ধান কেঁটে নিয়ে গেছেন এলাকার পঞ্চায়েত প্রধান। চুক্তি অনুযায়ী উনাকে ৪০ পোড়া বা ৩০০ কিলো ধান দেওয়ার কথা ছিল চানুর। কিন্তু ওনাকে না জানিয়ে সমস্ত ধান কেঁটে নিয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতৃত্বদের জানিয়েছেন বর্গাদার কৃষক চানু সরকার। উনার এই অভিযোগের বিষয়ে জমির মালিক তথা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সরকারের বাড়িতে গিয়ে তিনি না থাকায় উনার প্রতিক্রিয়া নেওয়া যায়নি। উনাকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। দরিদ্র কৃষক চানু সরকার স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতৃত্বদের কাছে বিনীত অনুরোধ করেছেন উনার উৎপাদিত ফসলের প্রাপ্য পাওনা পাওয়ার ক্ষেত্রে ওনাকে সহযোগিতা করার জন্য। এখন দেখার দরিদ্র এই কৃষকের পাশে সহযোগিতায় স্থানীয় নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা এগিয়ে আসে কিনা।
What's Your Reaction?