রাজ্যে ঢুকছে পেট্রোল ও ডিজেল বাহির রেল, রবিবার নাগাদ স্বাভাবিক হবে যোগান

প্রায় ১৫ দিন পর পেট্রোল এবং ডিজেল বাহি ট্রেন রাজ্যে আসছে।

May 11, 2024 - 18:21
May 11, 2024 - 18:40
 0  80
রাজ্যে ঢুকছে পেট্রোল ও ডিজেল বাহির রেল, রবিবার নাগাদ স্বাভাবিক হবে যোগান
৪৯ টি বগি নিয়ে ডিজেল এবং পেট্রোল বাহি রেল রাজ্যে ঢুকবে শনিবার।

দ্যা ফ্যাক্ট:- রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে পেট্রোপণ্যবাহী রেল। বিগত ১৫ দিন যাবত রাজ্যে পেট্রোপণ্যের চরম সংকটকে কেন্দ্র করে নাজেহাল মানুষ। রেল মন্ত্রকের এই বার্তায় স্বস্তি ফিরে পেয়েছে রাজ্যবাসী। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার সন্ধ্যা নাগাদ পেট্রোপণ্যবাহী রেল পৌছবে ধর্মনগরে। যার মধ্য দিয়ে স্বাভাবিক হবে রাজ্যে পেট্রোল ও ডিজেলের যোগান। 

                  বিগত প্রায় ১৫ দিন যাবত রাজ্যে পেট্রো পণ্যের ব্যাপক সংকট দেখা দিয়েছিল। রেশনিং ব্যবস্থা শুরু হয়েছিল পেট্রোল এবং ডিজেল প্রদান। আসামের ডিমাহাসাও এলাকায় প্রবল বর্ষণে রেললাইনের ক্ষতি হওয়ায় রাজ্যের সাথে বহিঃ রাজ্যের রেল যোগাযোগ বন্ধ হয়ে পরে। ফলে আসতে পারিনি পেট্রোপণ্যবাহী রেল। এই অবস্থাতে রাজ্যের যানবাহন চালকদের চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল। এরই মধ্যে শনিবার রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে একটি পেট্রোপণ্যবাহী রেল শনিবার রাজ্যে ঢুকছে। ইতিমধ্যেই আসামের ডিমাহাসাও অতিক্রম করেছে এই রেলটি। এই রেল ৪৯ টি বগিতে রয়েছে পেট্রোপণ্য। যদি শনিবার সন্ধ্যা নাগাদ এই রেল ধর্মনগরে পৌঁছায় তাহলে রবিবারের মধ্যে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের যোগান স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow