গাঁজা বিরোধী অভিযানে গিয়ে বোয়াল জিইয়ে রেখে দারকিনা জালে তুল্য পুলিশ

পুলিশের গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস হলো হাজারো গাঁজা গাছ, অবশিষ্ট গাঁজা বাগান ধ্বংসের দাবী স্থানীয়দের

Dec 13, 2023 - 01:30
 0  46
গাঁজা বিরোধী অভিযানে গিয়ে বোয়াল জিইয়ে রেখে দারকিনা জালে তুল্য পুলিশ
সিধাই থানাধীন নোয়াগাঁও এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায় পুলিশ। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-নোয়াগাঁও জেবি স্কুল সংলগ্ন বিশাল গাঁজা বাগান জিইয়ে রেখে অবশেষে সিধাই থানাধীন নোয়াগাঁও এলাকায় গাঁজা বিরোধী অভিযান করল পুলিশ। মঙ্গলবার ভোরে এই এলাকাতে গাঁজা বাগানে চলে পুলিশি অভিযান । এসডিপিও বিজয় সেনের নেতৃত্বে হয়েছে অভিযান। উল্লেখ্য বিগত ২-৩ দিন যাবত ধারাবাহিকভাবে এই এলাকাতে ব্যাপক পরিমাণ গাঁজা বাগান গড়ে ওঠার সংবাদ সম্প্রচার হবার পরেই নড়েচড়ে বসে পুলিশ দপ্তর।

                      গাঁজা চাষীদের সাথে পুলিশের প্রেম একোন নতুন ঘটনা নয়। একেবারে স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা থেকেও কোন অংশে কম নয় এই দুই গোষ্ঠীর প্রেম।সিধাই থানা এলাকাতে রীতিমতো লেজে গোবরে না হলে পুলিশ বাবুরা গাঁজা বাগান ধ্বংস করার মতো কাজ করতে চান না। সিধাই থানাধীন নোয়াগাঁও এলাকায় মঙ্গলবার চলে গাঁজা বিরোধী অভিযান। কাগজে-কলমে ৭০ থেকে ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে দেখানো হয়েছে পুলিশের তরফে। কিন্তু বাস্তবে ২৬০০ থেকে ২৭০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। এদিকে এলাকার তুলনামূলক দুর্বল এবং ক্ষুদ্র গাঁজা চাষীদের বাগানে পুলিশি অভিযান হলেও এলাকার তাবর তাবর গাঁজা চাষীদের বাগানের দিকে পুলিশ বাবুদের চোখ তুলে তাকাবার সাহস হয়নি বলে জানা গেছে। প্রশ্ন উঠছে চাকরি বাঁচাতে লোক দেখানো এই গাঁজা বিরোধী অভিযানের মধ্য দিয়ে আক্ষরিক অর্থেই সরকারের নেশা মুক্ত ত্রিপুরা করার স্বপ্ন এই জনমে সফল হবেতো?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow