পৌষ পার্বণ উৎসবের সূচনা করলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা

Jan 15, 2025 - 00:00
 0  7

দ্যা ফ্যাক্ট:- লঙ্কা মোড়ায় আলপনা গ্রামে সূচনা হলো পৌষ পার্বণ উৎসবের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করলেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। 

আগরতলা শহর লাগুয়া লঙ্কামুড়া এলাকা। এই গ্রামটি দীর্ঘ বছর যাবত অত্যন্ত সুন্দর আলপনার জন্য সুপরিচিত। বেশ কয়েক বছর যাবৎ সংস্কার ভারতীর সহযোগিতায় এই গ্রামের আলপনা বিশেষ করে মকর সংক্রান্তির সময় এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গোটা গ্রামকে সাজিয়ে তোলা হচ্ছে। বর্তমানে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পৌষ পার্বণ উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই গ্রামে। মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্যপাল কৃষ্ণ দেববর্মা এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এই উৎসবকে কেন্দ্র করে বর্তমানে এই এলাকাতে একটি পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow