পুষ্পবন্তে হোটেলের বিরোধিতায় মোথার মশাল মিছিল //Pushbanta Palace
লেম্বুছড়ায় মশাল মিছিল করে পুষ্পবণত প্রাসাদে হোটেল নির্মাণের প্রতিবাদ করল মোথা। দাবি পূরণ না হলে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি।
দ্যা ফ্যাক্ট :- পুষ্পবন্ত প্রসাদে পাঁচতারা হোটেল নির্মাণের বিরোধিতায় লেম্বুছড়ায় মশাল মিছিল করলো তিপ্রামোথা। পুষ্পবন্ত প্রাসাদকে অক্ষুন্ন রেখে হোটেল নির্মাণ করার বিষয়টি মুখ্যমন্ত্রী স্পষ্টিকরণ দিলেও মানতে নারাজ প্রদ্যুত ও তার দল। সচেতন মহলের দাবি ভিলেজ কাউন্সিল নির্বাচনে এবার প্রদ্যুতের মুখ্য এজেন্ডা পুষ্পবণত প্রসাদ। এর মাধ্যমেই দলীয় কর্মীদের মগজ গরম করার সুযোগ হাতছাড়া করতে নারাজ প্রদ্যুৎ।
বেশ কিছুদিন যাবত পুষ্পবণ প্রসাদ ইসুতেআ ন্দোলন কর্মসূচি জারি রেখেছে মথা। আগরতলা শহর ছাড়িয়ে এখন গ্রামাঞ্চলেও শুরু হয়েছে আন্দোলন। সম্প্রতি রাজ্য সরকার পুষ্পবন্ত প্রাসাদকে হোটেল বানানোর সিদ্ধান্ত করে। জানা গেছে টাটা গ্রুপের তাজ হোটেল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিষয়টি প্রকাশ আসতেই প্রদ্যুৎ তার রাজনৈতিক দলকে মাঠে নামিয়ে দিয়েছে। দাবি করা হচ্ছে এই ঐতিহাসিক রাজন্য আমলের স্থানটিকে সংরক্ষণ করার। এখানে হোটেল নির্মাণ করা হলে ঐতিহাসিক স্থানটি ধ্বংস হয়ে যাবে বলে সংশয় প্রকাশ করা হচ্ছে তিপ্রা মতার তরফে। যদিও মুখ্যমন্ত্রী স্পষ্টিকরণ দিয়েছিলেন পুষ্পবন্ত প্রাসাদকে অক্ষুন্ন রেখেই হোটেল করা হবে। কিন্তু তারপরেও আন্দোলন থেকে পিছপা হচ্ছেনা মাথা। অথচ ত্রিপুরাতে রাজন্য সম্পদ ব্যবহার করে প্রথম বিয়ে বাড়ি এবং বাণিজ্য শুরু করেছে প্রদ্যুৎ কিশোর। এমনকি রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত মালঞ্চ নিবাসকেউ বিয়ে বাড়ি বানিয়ে ছাড়লো প্রদ্যুৎ। অথচ সেই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করছে না দল। সোমবার এই মসাল মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে রবীন্দ্র দেববর্মা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। দাবি করেছেন ঐতিহ্যবাহী এই স্থানটিকে সংরক্ষণ করতে হবে। সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে আরো তীব্র আন্দোলনের কথা বলেছেন তিনি।
What's Your Reaction?