"এক দেশ এক নির্বাচন" সহ বিভিন্ন ইস্যুতে কালীবাজারে CPI(M)-র প্রতিবাদ কর্মসূচি
সিপিআই(এম) মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বিভিন্ন ইস্যুতে বামুটিয়ার কালীবাজারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল ও পথসভা।
দ্যা ফ্যাক্ট :- এক দেশ এক নির্বাচন, বেকার সমস্যা সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে সিপিআই(এম) মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সোমবার। এই প্রতিবাদ মিছিল কালীবাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কালীবাজারে এক পথসভায় মিলিত হয়। এই প্রথম সভা থেকে দাবি করা হয় উক্ত সমস্যাগুলো সমাধানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।
কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়েছে এক দেশ এক নির্বাচন করার। সিপিআই(এম) দল এই পরিকল্পনার বিরোধিতা করছে। অন্যদিকে দেশব্যাপী বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি এবং নারী নির্যাতনের ইস্যুতে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে সোমবার। এদিন কালীবাজারে অনুষ্ঠিত পথসভায় বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার এই বিষয়গুলোকে কেন্দ্র করে সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছেন। তিনি দাবি করেন কেন্দ্রীয় সরকার এক দেশ এক নির্বাচনের যে পরিকল্পনা নিয়েছে তা কোনভাবেই বাস্তবায়ন করা যাবে না। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যে হারে মূল্যবৃদ্ধি হয়েছে তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ভোজ্য তেলের মূল্য, পেঁয়াজের মূল্য, আলুর মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন যাবত এই খাদ্য সামগ্রী গুলোর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কোন ভূমিকা না থাকায় সমালোচনা সরব রয়েছেন তিনি। দাবি করেছেন বেকার সমস্যা দূরীকরণ এবং নারী নির্যাতন ইস্যুতে সরকারকে আরো দায়িত্বশীল হয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবিত্র কর, প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
What's Your Reaction?