লেফুঙ্গায় বিপ্লব দেবর সমর্থনে বাইক রেলি ও নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন
লোকসভা নির্বাচনকে সামনে রেখে লেফুঙ্গায় BJP,IPFT ও তিপ্রা মথার বাইক রেলি অনুষ্ঠিত।
দ্যা ফ্যাক্ট:- লোকসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীরর পদ থাকে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ এই দুই দল এখন ডুবন্ত জাহাজ। শুক্রবার নির্বাচনী বুথ অফিসে ড়র এবং বাইক রেলিকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী রতন লাল নাথ।
ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার লেফুঙ্গা থেকে সূচনা হয় বাইক রেলির। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে গামছা কোবরায় গিয়ে সমাপ্ত হয়েছে এই রেলি। অন্যদিকে এলাকায় তিপ্রা মথা দলীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে যৌথভাবে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরে মন্ত্রী রতল লাল নাথ এবং টিটিএএডিসির ইএম রোনিয়াল দেববর্মা। এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন তিপ্রা মথা দল আঞ্চলিক পার্টি হয়েও বুঝতে পেরেছে রাজ্যের উপজাতি অংশ মানুষের উন্নয়ন করার জন্য বিজেপি একমাত্র দরকার। সেঈ দৃষ্টিকোণ থেকে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথা একসাথে নির্বাচনের লড়ছে। তিনি দাবি করেন বর্তমানে সিপিআইএম এবং কংগ্রেস দলের কোন ভীত নেই। এই অবস্থাতে দুটি আসনেই বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।
What's Your Reaction?