পায়ে ক্ষত অবস্থায় ভবঘুরেকে হাসপাতালে নিল দমকল কর্মীরা
পায়ের ক্ষত থেকে মরণ যন্ত্রণায় কাতরানো ভবঘুরে অবশেষে ঠাঁই হলো হাসপাতালে

দ্যা ফ্যাক্ট :-পায়ে পচন ধরা অবস্থায় মরন যন্ত্রণায় কাতরানো এক ভবঘুরেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। সোমবার বেড়ীমুড়া স্তিত একটি বিশ্রামাগার থেকে আহত ভবঘুরেকে উদ্ধার করে মোহনপুর দমকল বিভাগের কর্মীরা।
বামুটিয়ার বেড়ীমুড়া এলাকায় বেশ কিছুদিন যাবৎ ঘুরাফেরা করছে এক ভবঘুরে। স্থানীয় বিশ্রামাগারে থাকতো সে। কিন্তু পায়ের গোড়ালিতে ক্ষত হওয়ায় ঠিকভাবে হাঁটাচলো করতে পারছিল না। পুঁজ রক্ত পরছিল। এই বিষয়ে মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্তকে অবগত করা হলে তিনি তৎক্ষণাৎ উদ্যোগ নেন উনাকে উদ্ধার করার জন্য। মোহনপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর অসুস্থ অবস্থায় ভবঘুরে ব্যক্তিটিকে উদ্ধার করে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উনাকে স্থানান্তর করা হয় জিবিপি হাসপাতালে। বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি। প্রশাসনের এই উদ্যোগকে কেন্দ্র করে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনতা।
What's Your Reaction?






