রোমান স্ক্রিপ্টের দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধের ঘোষনা TISF-র

রাজ্যে অচলাবস্থা তৈরি করে রোমান্স ক্রিপ্ট পেতে চায় TISF

Feb 10, 2024 - 00:10
 0  41
রোমান স্ক্রিপ্টের দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধের ঘোষনা TISF-র
রোমান স্ক্রিপ্টের দাবিতে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করে টিআইএসএফ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-রোমান স্ক্রিপ্টের দাবিতে আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধ করার ঘোষণা দিল টিআইএসএফ। শুক্রবার আগরতলা সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

           ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলা হরফের পরিবর্তে রোমান স্ক্রিপ্ট ব্যবহারের দাবিতে ইতিমধ্যেই রাজ্যের প্রায় সব কটি বিরোধী দল এবং বিরোধী ছাত্র সংগঠন মাঠে নেমেছে। যদিও রাজ্যে যতগুলো উপজাতি জনগোষ্ঠী রয়েছে তাঁদের তরফ থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়নি। রাজনৈতিক দল গুলো এই দাবিতে বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচি বাস্তবায়িত করেছে। এবার টিআইএসএফ দাবি করে রাজ্যের মুখ্যমন্ত্রী লিখিত ভাবে তাদের দাবি পূরণে আসার দিলেই, তাঁরা এই কর্মসূচি থেকে সরে আসবে। 

তবে রাজনৈতিক সচেতন মহলের প্রশ্ন গত বিধানসভা নির্বাচনে তিপ্রারা মথা যেভাবে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে নির্বাচনের নেমেছিল, একইভাবে এই রোমান স্ক্রিপ্ট লোকসভা নির্বাচনের এজেন্ডা নয়তো?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow