এগ্রি অ্যাসিসটেন্ট দের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস
দ্যা ফ্যাক্ট:- নবনিযুক্ত কৃষি সহায়কদের (এগ্রি অ্যাসিসটেন্ট) নিয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির অরুন্ধতীনগর স্হিত কৃষি উপঅধিকর্তার কার্যালয়ে শুরু হল। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের সোমবার হয় উদ্বোধন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস,অধিকর্তা মার্কেটিং দীপক কুমার দাস, উপ অধিকর্তা উদ্যান বিভাগ উত্তম দাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন কৃষি উপঅধিকর্তা ডঃ উত্তম সাহা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কৃষি অধিকর্তা শরদিন্দু দাস। দ্বিতীয় পর্বের প্রযুক্তিগত আলোচনায় অংশ নেন সহঅধিকর্তা শ্রী দেবব্রত মজুমদার, সহ অধিকর্তা সুকান্ত দাস এবং শ্রীকান্ত পাল।
পশ্চিম ত্রিপুরা জেলায় সম্প্রতি মোট ৯২ জন কৃষি সহায়কের নিযুক্তিকরণ হয়েছে। সরকারী উদ্যোগে এই ধরনের শিবিরে অংশগ্রহণ করতে পেরে নবনিযুক্ত কৃষি সহায়কেরা প্রশিক্ষণে অত্যন্ত উৎসাহিত।
What's Your Reaction?