পা দিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরের ছবি এঁকে সব্বাইকে তাক লাগালেন প্রলয়

উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে হাত দিয়ে নয়, পা দিয়ে ছবি আঁকলেন শিল্পী।

Oct 30, 2024 - 23:59
Oct 31, 2024 - 01:26
 0  24
পা দিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরের ছবি এঁকে সব্বাইকে তাক লাগালেন প্রলয়
উদয়পুর মাতাবাড়ি প্রাঙ্গণে পা দিয়ে মায়ের মন্দিরের ছবি তৈরি করে পরিচিত মুখ হয়ে উঠলেন প্রলয় দে।

দ্যা ফ্যাক্ট :- শারীরিক প্রতিবন্ধকতাকে পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত না করে নিষ্ঠা এবং চেষ্টাকে সফলতার মূল চাবিকাঠি হিসেবে নির্ধারণ করলেন প্রলয় দে। আর সেই নিষ্ঠা এবং চেষ্টার জোরে দুটি হাতে পর্যাপ্ত শক্তি না থাকা সত্ত্বেও পা দিয়ে ছবি এঁকে মন জয় করেছেন সবার। মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দিরের ছবি রং-তুলিতে কাগজে বন্দি করলেন প্রলয়। তবে অবশ্যই হাত দিয়ে নয়, পা দিয়ে মায়ের মন্দিরের ছবি এঁকে সামাজিক মাধ্যমে দারুণ প্রশংসা অর্জন করেছেন তিনি।

ইতিপূর্বে সামাজিক মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে। তার নাম প্রলয় দে, বাড়ি উদয়পুর। রাত পোহালেই দীপাবলি। উদয়পুর জুড়ে সাজ-সাজ রব, ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে অনেক শিল্পী তাদের গান, নৃত্য মাতাবাড়িকে কেন্দ্র করে উৎসর্গ করেছেন।

কিন্তু বুধবার একটি ব্যতিক্রমী দৃশ্য সামনে এলো। যতদূর জানা গেছে, উদয়পুরের নিবাসী প্রলয় দে ছবি আঁকতে ভালোবাসেন। কিন্তু দুটি হাত প্রতিবন্ধকতার কারণে হাতে ছবি আঁকতে পারেন না তিনি। মাতাবাড়ি প্রাঙ্গণে বসে ডান পা দিয়ে তুলি ধরে মায়ের মন্দিরের ছবি তৈরি করলেন তিনি। শারীরিক প্রতিবন্ধী হয়েও তার এই প্রতিভা সামাজিক মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই এই ছবি আঁকার দৃশ্য নেটিজেনদের নয়নের মণি হয়ে উঠেছে। প্রলয় দে প্রমাণ করেছেন, শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কখনোই বাধা হতে পারে না। চেষ্টা এবং নিষ্ঠা থাকলে সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে সাফল্যকে জয় করা সময়ের অপেক্ষা মাত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow