দেবনাথপাড়া থেকে চুরি হল রাবার শিট, পুলিশে অভিযোগ দায়ের
১৩০ টি রাবার শিট চুরি করতে সক্ষম হয়েছে চুরেরা। ক্ষতির মুখের রাবার চাষী।
দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার কালীবাজার সংলগ্ন দেবনাথপাড়া থেকে রাবার শিট চুরি করেছে চোরেরা। এই বিষয়ে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এলাকার সুভাষ দেবনাথের বাড়ি থেকে রাবার শিট চুরি করতে সক্ষম হয়েছে চোরেরা। প্রায় ১৩০টি রাবার শিট চুরি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক সুভাষ দেবনাথ। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি চুরির ঘটনা চাক্ষুষ করেন। সুভাষ দেবনাথ আরও জানান, ১২-১৪ বছর ধরে একই স্থানে রাবার শিট রেখে আসছেন তিনি। কিন্তু কখনও চুরির ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, চোরদের ধরতে পুলিশ যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। ধারণা করা হচ্ছে এই চুরির ঘটনার সঙ্গে স্থানীয় সমাজবিরোধীরা জড়িত থাকতে পারে।
What's Your Reaction?