আমবাসা থানার পুলিশের হাতে ৮০,০০০ ইয়াবা ট্যাবলেট আটক, গ্রেফতার অভিযুক্ত
আমবাসা থানার পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাড়ি এবং অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
দ্যা ফ্যাক্ট :- নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। আমবাসা থানার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।
রাজ্যে অবৈধ মাদক বাণিজ্যের জন্য বেশিরভাগ মাদক কারবারিরা আসাম-আগরতলা জাতীয় সড়ক ব্যবহার করে। জানা গেছে আমবাসা থানার পুলিশ এই জাতীয় সড়কে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাজেয়াপ্ত করেছে। একই সাথে হেফাজতে নিয়েছে টিআর০১সিএ ০৪৩৯ নম্বরের গাড়িটি। গ্রেফতার করা হয়েছে মাদক বাণিজ্যের সাথে জড়িত এক ব্যক্তিকে। জানা গেছে, তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে আমবাসা থানার পুলিশ।
What's Your Reaction?