তালতলায় এক বাড়িতে চোরের হানায় নগদ অর্থ ও স্বর্ণালংকার গায়েব, তদন্তে পুলিশ
বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে চুরি করতে সক্ষম হলো চোরের দল। নগদ অর্থ এবং স্বর্ণের অলংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চুরেদের বিরুদ্ধে। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা এলাকায়।

দ্যা ফ্যাক্ট :- ঘরের তালা ভেঙ্গে গৃহস্থের ঘরে হানা দিল চুরের দল। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা গ্রামে। এই এলাকার প্রিয়তোষ রায়ের বাড়িতে ঘটে চুরির ঘটনা। স্বর্ণের গহনা সহ নগদ অর্থ চুরি হওয়ার অভিযোগ করলেন বাড়ির মালিক। ইতিমধ্যেই সনাক্ত হয়েছে চোরেরা।
সোমবার রাতে তালতলা গ্রামের প্রিয়তোষ রায় পার্শ্ববর্তী গ্রামে তার পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিল। ভোরে বাড়ি ফিরেন তিনি। দেখতে পান ঘরের তালা ভাঙ্গা। ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা এবং দুটি স্বর্ণের হার নিয়ে গেছে চুরেরা। এই বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হতেই প্রাথমিকভাবে দু-একজনকে সন্দেহের আওতায় আনা হয়। স্থানীয়রা এদের জিজ্ঞাসাবাদ করলে চুরির ঘটনা স্বীকার করেছে তারা। নগদ অর্থ ফেরত দিতে সম্মতি প্রকাশ করলেও স্বর্ণের অলংকার ফেরত দেওয়ার ক্ষেত্রে অসম্মতি প্রকাশ করে তারা। খবর দেয়া হয় পুলিশে। ঘটনা স্হলে যায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ। বাড়ি মালিক প্রিয়তোষ রায়ের অভিযোগ তার বাড়িতে যারা চুরির ঘটনা সংঘটিত করেছে এদের মধ্যে অন্যতম হলো নোয়াগাঁও গ্রামের সোহেল সিনহা, উত্তর তালতলা গ্রামের রাজ ধন সরকার এবং পরিতোষ দত্ত। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক প্রিয়তোষ রায়। তিনি দাবী করেন অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী এবং অর্থ উদ্ধারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?






