মোহনপুরের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের আত্মনির্ভর হবার পরামর্শ দিলেন মন্ত্রী
মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ। শিক্ষার্থীদের নেশা মুক্ত জীবন যাপনের পাশাপাশি আত্মনির্ভরতার পরামর্শ দিলেন অতিথিরা।
দ্যা ফ্যাক্ট :- শিক্ষার্থীরা ছাত্র জীবন থেকেই নিশ্চিত করতে হবে ভবিষ্যতে তুমি কি হবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশোনার পাশাপাশি জীবন গঠন করতে হবে। হতে হবে আত্মনির্ভর। ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরামর্শ দিলেন মন্ত্রী রতন লাল নাথ।
মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে অন্যান্য বছরের মত এই বছরও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হল। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। টিএনজিসিএল এর উদ্যোগে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে প্রদান করা হয়েছে দশটি কম্পিউটার। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কম্পিউটার লেবের উদ্বোধন করেছেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রী বৃষকেতু দেববর্মা শিক্ষার্থীদের আহ্বান করেন সঠিকভাবে পড়াশোনা করে আত্মনির্ভর হওয়ার জন্য। তিনি শিক্ষার্থীদের আহ্বান করেন জীবনে বড় কিছু করার জন্য শুরু থেকেই দৃষ্টিভঙ্গি স্থির করতে। অন্যদিকে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার আহবান করেন বর্তমানে যেভাবে ড্রাগস এবং অন্যান্য নেশার রমরমা চলছে সেগুলো থেকে শিক্ষার্থীরা নিজেদের দূরে রাখার। পাশাপাশি আগামী দিনের সঠিক পড়াশোনার মাধ্যমে একজন সঠিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান করেন বিধায়ক। এই দিন মন্ত্রী রতনলাল নাথ বলেন শুধু পড়াশোনা করে চাকরি করলেই হবে না। প্রত্যেকটি ছেলে মেয়েকে পড়াশোনা পাশাপাশি হতে হবে মানবিক এবং চিন্তনশীল। মন্ত্রী ছেলেমেয়েকে আহ্বান করেন গদ বাঁধা লক্ষ্য স্থির করে লেখাপড়ার কোন দরকার নেই। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা ভাবনা এবং পড়াশোনার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান করেছেন তিনি। যে যেই ক্ষেত্রে ভালো সে সেই ক্ষেত্রে সর্বশক্তি প্রয়োগ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেব সহ অন্যান্যরা।
What's Your Reaction?