নেশা বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত মহিলারা
নেশা বিরোধী অভিযানে মহিলাদের নিগ্রহ করে গ্রেফতার অভিযুক্ত।
দ্যা ফ্যাক্ট: পুলিশের উপর আস্থা হারিয়ে নেশা বিরোধী অভিযান করতে গিয়ে আক্রান্ত মহিলারা। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত তেবাড়িয়ার খাসের টিলা এলাকায়। পুলিশে দায়ের করা হয়েছে অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত।
খাসের টিলা গ্রাম অবৈধ নেশা সামগ্রী বিক্রিকে কেন্দ্র করে মাঠে নামে মহিলারা। সোমবার সন্ধ্যায় খাসের টিলা এলাকায় দীপক দাসের বাড়িতে নেশা বিরোধী অভিযান করতে যান মহিলারা। দীপক দীর্ঘদিন যাবত অবৈধ মদ এবং গাঁজা বিক্রির সাথে জড়িত বলে অভিযোগ। তখনই দীপকসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা মহিলাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ। এতে আহত হয়েছেন পূর্ণিমা রায়, সবিতা সরকার এবং দীপিকা দাস। প্রত্যেকেই অভিযুক্তদের নামে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। স্থানীয়রা দাবি করেছেন, এলাকায় নেশার রমরমা বন্ধ করতে পুলিশ অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।
What's Your Reaction?