কালীবাজারে গাড়ির ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী
গাড়ির ধাক্কা গুরুতর আহত হয়েছেন এক পথচারী। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। আহত ব্যক্তির নাম দুলাল পাল। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত কালীবাজারের।

দ্যা ফ্যাক্ট :- দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বাইসাইকেল আরোহী। আহতের নাম দুলাল পাল। বুধবার সন্ধ্যায় কালীবাজার সংলগ্ন এলাকায় সংঘটিত হয় এই পথ দুর্ঘটনা। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
বুধবার রাতে কালীবাজার থেকে বোনের বাড়িতে যাওয়ার সময় কালীবাজার গামী একটি আলটো গাড়ি সরাসরি ধাক্কা দেয় এক বাইসাইকেল আরোহীকে। ছিটকে পড়ে গেছেন বাইসাইকেল আরোহী দুলাল পাল। উনার বাড়ি রঙ্গুটিয়ার কুমারপাড়া এলাকায়। যতদুর ধারণা করা হচ্ছে উনার ডান পা ভেঙে গেছে। ছুটে এসে স্থানীয়রা উনাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। দুর্ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ি। যদিও দুর্ঘটনায় গাড়ির কিছু অংশ ভেঙ্গে পড়ে গেছে ঘটনা স্হলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
What's Your Reaction?






