বামুটিয়ায় ড্রাগস সহ এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ
লেফুঙ্গা থানার অন্তর্গত বামুটিয়ার দক্ষিন রাঙ্গুটিয়া গ্রাম থেকে ড্রাগসহ এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উপযুক্তের নাম উত্তম বিশ্বাস।

দ্যা ফ্যাক্ট :- দীর্ঘদিন যাবৎ নেশা কারবারের সাথে জড়িত থাকার দায় এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক পাউচ ড্রাগস। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত বামুটিয়ার দক্ষিণ গাঙ্গুটিয়া গ্রামে। বুধবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রাগসহ উত্তম বিশ্বাস নামে এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বামুটিয়া এলাকাতে দীর্ঘদিন যাবত অবৈধ ড্রাগস বাণিজ্যের সাথে জড়িত উত্তম বিশ্বাস। সে এলাকাতে নিয়মিত ড্রাগস বিক্রি করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও নেশা সামগ্রী পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি এন্থনি জমাতিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয় দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়। তখনই তার কাছ থেকে এক পাউচ ড্রাগস সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে লেপুঙ্গা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
What's Your Reaction?






