মোহনপুরে স্কুলের পাকা বাড়ি, মার্কেট স্টল এবং স্বচ্ছতাই সেবা কর্মসূচির সূচনা
মোহনপুর স্কুল মাঠে ৩ দিন যাবত শুরু হলো স্বচ্ছতাই সেবে কর্মসূচি। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী রতন লাল নাথ।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুরে একই দিনে দুটি প্রতিষ্ঠান এবং মোহনপুর পুর পরিষদ আয়োজিত তিনদিনব্যাপী স্বচ্ছতাহি সেবা অনুষ্ঠানের সূচনা করলেন মন্ত্রী রতন লাল নাথ। বুধবার মোহনপুর মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় ১৫টি মার্কেট স্টল এবং মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন মন্ত্রী।
মোহনপুর পুর পরিষদের উদ্যোগে স্বচ্ছতাহি সেবা এই কর্মসূচি আগামী তিন দিন ধরে পালিত হবে। এই তিন দিনে বর্জ্য পদার্থ দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি, সাংস্কৃতিক প্রশিক্ষণ এবং স্বচ্ছতার বিষয়ে মানসিক পরিবর্তন আনার বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর পুর পরিষদের সিইও সুভাষ দত্ত। মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী রতন লাল নাথ। উদ্বোধনী মঞ্চে মন্ত্রী আহ্বান জানান স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে হবে। সবাই মিলে এই উদ্যোগ নিলে, দেশের প্রধানমন্ত্রীর স্বচ্ছতার আহ্বান সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এর পাশাপাশি আয়োজন করা হয়েছে ফুড ফেস্টিভালের।
একই দিনে মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত পাকা ভবনেরও উদ্বোধন করেন মন্ত্রী। ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন তিনি।
বুধবার দুপুরে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের সামনে নবনির্মিত মার্কেট স্টলগুলোরও উদ্বোধন করা হয়। মন্ত্রী রতন লাল নাথ এই মার্কেট স্টলগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
What's Your Reaction?