দুটি ফুটব্রীজের শিলান্যাস বদলে দেবে এলাকার যাতায়াতের ছবি:রতন

দীর্ঘ পথ হাঁটার দিন ফুরাতে চলেছে অভিচরণ ও বীরমোহন পাড়ার জনগণের

Nov 18, 2023 - 01:23
 0  31
দুটি ফুটব্রীজের শিলান্যাস বদলে দেবে এলাকার যাতায়াতের ছবি:রতন
বীরমোহন পাড়ায় ফুটব্রীজ নির্মাণের শিলান্যাস করলেন মন্ত্রী। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-অবিচরণ এবং বীর মোহন পাড়া এলাকায় দুটি ফুট ব্রিজের শিলান্যাস হয় শুক্রবার। মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ আনুষ্ঠানিকভাবে ফুড ব্রীজের শিলান্যাস করে দাবি করলেন এলাকার মানুষের দীর্ঘদিনের ঘোর পথে হাঁটার সমস্যা সমাধান হবে এই উদ্যোগের মধ্য দিয়ে।

                লেফুঙ্গা ব্লকের অন্তর্গত বিরমোহন পাড়া থেকে বড়কাঠাল যাওয়ার পথে সোনাই নদীর উপর একটি ফুটব্রিজ নির্মাণের জন্য শিলান্যাস করা হয়। যাতে খরচ নির্ধারণ করা হয়েছে ৫৮ লক্ষ টাকা। ৬০ মিটার লম্বা এই ফুড ব্রিজ নির্মাণের জন্য চার মাস সময় লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই দিন ফলক উন্মোচনের মধ্য দিয়ে শিলান্যাস করেছেন মন্ত্রী। বর্তমানে ঘুর পথে বড়কাঠালের সাথে যোগাযোগ করতে সমস্যার সম্মুখীন হতে হয় এই এলাকার মানুষদের। এই ফুটব্রীজ নির্মাণ হলে সমস্যা অনেকটাই লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ।    

     

               অন্যদিকে অভিচরন এলাকার সদিরাম ঠাকুর পাড়া থেকে কাইন্তা কোবরা যাওয়ার পথে স্থানীয় ছড়ার উপর অপর একটি ফুটব্রীজ নির্মাণের শিলান্যাস করা হয়। এই ফুটব্রীজ নিমানে ব্যয় ধার্য করা হয়েছে প্রায় সাড়ে ৪৪,৬৩,২২১ লক্ষ টাকা। যার লম্বায় হবে ৪৫ মিটার। শিলান্যাস কর্মসূচিতে মন্ত্রী রতল লাল নাথ বলেন এলাকার উন্নয়ন করতে এবং এলাকার মানুষের সমস্যা দূর করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার জাতী উপজাতি সকল অংশের মানুষের জন্যই উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই দুটি ফুট ব্রিজ নির্মাণ হলে স্থানীয় মানুষ তার সুফল দীর্ঘদিন ভোগ করবে। এই ফুট ব্রিজ নির্মাণ হলে দুই এলাকার মানুষ দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার অতিরিক্ত পথ না হেঁটে এক কিলোমিটার পথ হেঁটে যোগাযোগ স্থাপন করতে পারবেন। পাশাপাশি অভিচরণ এলাকায় মধু চৌধুরীর স্কুলে আসার ক্ষেত্রে শিক্ষার্থীদের দারুন সুবিধা হবে এই ফুটব্রীজ। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা, মহকুমা শাসক সুভাষ দত্ত, লেফুঙ্গা ব্লক বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow