শান্তিকালী আশ্রমে মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ সহ ৩ মুখ্যমন্ত্রী

বড় কাঁঠালে শান্তিকালী আশ্রমে নব নির্মিত মন্দিরের উদ্বোধনী পড়বে উত্তর প্রদেশ, আসাম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রস্তুতি সভা শেষে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Sep 14, 2024 - 03:41
Sep 14, 2024 - 03:50
 0  30
শান্তিকালী আশ্রমে মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ সহ ৩ মুখ্যমন্ত্রী
বড় কাঁঠালে শান্তি কালী আশ্রমে নবনির্মিত মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বড়কাঠালে শান্তি কালী আশ্রমে নবনির্মিত সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধন হতে চলেছে আগামী ১৬ তারিখ। এই উদ্বোধনী পড়বে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। শুক্রবার আশ্রমে প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে।

                ইতিপূর্বে বড়কাঠালে নবনির্মিত শান্তি কালী আশ্রমের উদ্বোধনের দিনক্ষণ নিশ্চিত হয়েছিল। বন্যা পরিস্থিতির কারণে সেটি পিছিয়ে যায়। পুনরায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে উদ্বোধন কর্মসূচির। আগামী ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে। শুক্রবার মোহনপুর মহকুমার সমস্ত দফতরের আধিকারিক এলাকার জনপ্রতিনিধি এবং আশ্রমের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শান্তি কালী আশ্রমের চিত্য মহারাজ, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। এদিন মন্ত্রী জানান এই উদ্বোধনী পর্বে তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে যে সমস্ত পরিকল্পনা নেওয়া প্রয়োজন সমস্ত কিছুই নেওয়া হয়েছে। অন্যদিকে চিত্য মহারাজ আহ্বান করেন এই শান্তি কালী আশ্রমের উদ্বোধনী পড়বে রাজ্য এবং বহিঃ রাজ্যের অতিথিরা উপস্থিত থাকবেন। এই কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সমস্ত আধিকারিক, জন প্রতিনিধি এবং রাজ্যের আপামর জনগণের প্রতি আহ্বান রেখেছেন তিনি। এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী বৃষ কেতু দেববর্মা, টিপিএডিসির ইম রোনিয়াল দেববর্মা, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow