সীমান্ত রক্ষী বাহিনীর গাঁজা বিরোধী অভিযান এবং পাচার সামগ্রী আটক
গাঁজা বিরোধী অভিযান,অনেটা সাগর থেকে বাড়ি কুবার শামিল
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-যাত্রাপুর থানার সাথে যৌথ অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। এছাড়াও পাচার বাণিজ্য রোধে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়েছে বিভিন্ন পাচার সামগ্রী।
ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষীর বাহিনীর পাচার বাণিজ্যরোধে আটক করা হয়েছে ৩০ কিলো গাঁজা, চিনি আটক করা হয়েছে ৩৭০০ কিলো, গাভী আটক করা হয়েছে ২ টি, এছাড়াও অন্যান্য অবৈধ সামগ্রী আটক করা হয়েছে ৬,৯৫,৫০০ টাকার। বিএসএফের তরফে আরো জানানো হয়েছে যাত্রা পুরুষ থানার সাথে এক যৌথ গাঁজা বিরোধী অভিযান করা হয়। এই গাজা বিরোধী অভিযানে প্রায় ১৪৫০০ টি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে সীমান্ত রক্ষী বাহিনীতে দাবি করা হয়েছে। তবে যে পরিমাণ গাঁজা চাষ গোটা ত্রিপুরা জুড়ে হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই অভিযান সিন্ধুতে বিন্দুর চেয়েও খাটো। রাজ্যের যে ব্যাপক সংখ্যক গাঁজা বাগান হয়েছে সেগুলিকেও নিয়মিত অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি সচেতন সচেতন মহল।
What's Your Reaction?