সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ,১৬ বাংলাদেশী সহ ৫ সহযোগী গ্রেফতার

সিধাই থানার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কান্ডে গ্রেফতার ২১ জন।

Aug 20, 2024 - 03:38
 0  48
সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ,১৬ বাংলাদেশী সহ ৫ সহযোগী গ্রেফতার
বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী ১৬ বাংলাদেশী সহ ৫ সহযোগী গ্রেপ্তার।

দ্যা ফ্যাক্ট : তথা কথিত স্বাধীন হওয়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার পথে ১৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করলো স্থানীয় জনতা এবং সীমান্ত রক্ষী বাহিনী। পাশাপাশি অনুপ্রবেশকারীদের সহযোগিতা করার দায়ে আরো ৫ ভারতীয় অভিযুক্তদের আটক করা হয়েছে। রবিবার এবং সোমবার মিলিয়ে সিধাই থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আটক হয়েছে এই অনুপ্রবেশকারীরা।

            সাধারণত ত্রিপুরাতে রাজনৈতিক ছত্রছায়ায় বাংলাদেশি অনুপ্রবেশ দীর্ঘ বছর যাবত অলিখিত প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এর উপর বাংলাদেশে অস্থির পরিবেশের কারণে অনুপ্রবেশের মাত্রা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যেগুলো ধরা পড়ছে সেই সংখ্যাটা আতকে ওঠার মত। তাছাড়া যেগুলো সীমান্তরক্ষী বাহিনী অথবা পুলিশের হাতে ধরা পড়ছে না সেই সংখ্যাটা কত হতে পারে তার কোন ইয়ত্তা নেই। বর্তমানে সীমান্তরক্ষী বাহিনী অত্যন্ত কঠোর নজরদারিতে রেখেছে ভারত বাংলাদেশ সীমান্ত। এই অবস্থাতে রবিবার রাত এবং সোমবার দিনভর মিলিয়ে সিধাই থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মোট ১৬ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার দায়ে আরো তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় নাগরিকদের বাড়ি আগরতলার মঠ চৌমুহনীতে। গ্রেপ্তার হওয়া অবৈধ বাংলাদেশি নাগরিকরা হলো ১) প্রসেনজিৎ দাস ২) রাজু দাস ৩) নিলয় পাল ৪) সুজন দে ৫) বুধন মুন্ডা ৬) রানা মুন্ডা ৭) মোহন মুন্ডা ৮) মিতালী সরকার ৯) পাখি শীল ১০) রুপা পাল ১১) আখি সরকার ১২)দুলালী সাহা ১৩)আশা শীল ১৪)খৈরাল সাহা।এর মধ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৩ জন ভারতীয় নাগরিকরা হলো ১) রাজীব দাস ২) বনশ্রী দাস ৩)তনুশ্রী দাস।তাদের বাড়ি মঠচৌমুহনি। তবে তারা প্রকৃত অর্থেই ভারতীয় নাগরিক নাকি জাল নথি তৈরি করেছে সেটিও তদন্ত সাপেক্ষ। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসার দায়ে গ্রেফতার হয়েছে ১)অমন ফারুক মিয়া ২) সুকেশ সরকার ৩) প্রসেনজিৎ সরকার। অনুপ্রবেশকারীদের অটো দিয়ে ভারতের ভেতরে নিয়ে যাওয়ার দায়ে গ্রেফতার হয়েছে ১) মিন্টু বণিক ২) প্রসেনজিৎ দেব। সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি মঙ্গেশপাটারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow