গ্রামের পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ
তেবাড়িয়ায় পুকুরে জলের ভেসে উঠলো মৃতদেহ।

দ্যা ফ্যাক্ট : রাত ফোর নিখোঁজ থাকার পর গ্রামের পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত তেবাড়িয়া এলাকায়। রবিবার বিকেলে মৃত উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহ উদ্ধার করে ময়না তদন্তেপাঠায় পুলিশ। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।
রবিবার বিকেলে তেবাড়িয়া এলাকার সুমঙ্গল দাসের পুকুরে একটি মৃতদেহ ভেসে উঠতে দেখতে পায় স্থানীয় জনগণ। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে। খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সনাক্ত করা হয় মৃতদেহ। স্থানীয়রা জানায় এই গ্রামেরই নিবাসী সে। তবে প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় থাকে। শনিবার রাতে গ্রামের এক বাড়িতে পুজোর নিমন্ত্রণে গিয়েছিল সে। কিন্তু আর বাড়ি ফিরেন। রবিবার উদ্ধার হয়েছে তার মৃতদেহ। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার।
What's Your Reaction?






