বামুটিয়ায় অবৈধ অনুপ্রবেশকারী ৭ বাংলাদেশি সহ ১ ভারতীয় সহযোগী পুলিশের জালে

জারি বাংলাদেশী অনুপ্রবেশ, গ্রেফতার ১ ভারতীয় সহযোগী সহ ৭ জন।

Aug 26, 2024 - 00:14
 0  96
বামুটিয়ায় অবৈধ অনুপ্রবেশকারী ৭ বাংলাদেশি সহ ১ ভারতীয় সহযোগী পুলিশের জালে
বামুটিয়া থেকে গ্রেফতার ৭ বাংলাদেশী অনুপ্রবেশকারী সহ ১ ভারতীয় সহযোগী। ছবি:- সুমন মহলানবীশ

দ্যা ফ্যাক্ট : সামাজিক মাধ্যমে বাংলাদেশি নাগরিকের ভারতবিদ্বেষী বাহাদুরি ডাইল ছেয়ে গেছে। আবার প্রতিদিন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটছে ভারতে। রবিবার বামুটিয়া ফাড়ির পুলিশ সবুজ সংঘ এলাকা থেকে ৭ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী সহ ১ ভারতীয় সহযোগীকে গ্রেফতার করেছে।

                      বাবুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের জলিলপুর এলাকা থেকে আগরতলা যাওয়ার পথে অটো সহ অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেফতার করেছে বামুটিয়া ফাড়ির এএসআই দীপক দাস। গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হল ১) মোঃ আব্দুল্লা ২) মোহাম্মদ মুজিবর রহমান ৩) মোহাম্মদ সাহালাল ৪) মোহাম্মদ রুবেল ইসলাম ৫) মোহাম্মদ হাসমত আলী ৬) মোঃ আবদুর রহমান ৭) মোঃ সিফাত এবং ভারতীয় সহযোগী ৮) জীবন বৈশ্য।জানা গেছে কালীবাজার সংলগ্ন খোলাবাড়ি এলাকার অটোচালক জীবন বৈশ্যকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ কয়েক বছর আগে অটোচালক তথা অনুপ্রবেশকারীদের সহযোগী জীবন বৈশ্য বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। বর্তমানে খোলাবাড়ি এলাকায় বসবাস করছে সে। সে তার অটো দিয়ে অনুপ্রবেশকারীদের আগরতলায় নিয়ে যাচ্ছিল। তবে খবর পাওয়া গেছে বাংলাদেশী নাগরিকেরা প্রায় কয়েক মাস আগে ভারতে প্রবেশ করে। আগরতলার প্রতাপ গড়ে নির্মাণ কাজের সাথে যুক্ত ছিল তারা। শনিবার রাতে পুনরায় বাংলাদেশ ফেরত যাওয়ার জন্য বামুটিয়া এলাকার জলিলপুর গ্রামে এসেছিল। কিন্তু সীমান্তে জলের স্তর বেশি হওয়ায় তারা ওপার যেতে পারেনি। রবিবার ভোরে পুনরায় আগরতলার দিকে ফিরে যাচ্ছিল তারা। তাদেরকে আগরতলা থেকে আনা এবং আগরতলা নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল অটোচালক জীবন বৈশ্য। লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা গ্রহণ করা হয়েছে। সমস্ত অভিযুক্তদের রবিবার পাঠানো হয়েছে আদালতে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে আরো কারা জড়িত ছিল তা উদ্ধার করার চেষ্টা করবে পুলিশ। তবে যতদূর খবর পুলিশ যে অভিযুক্তদের গ্রেফতার করেছে তাদের সাথে আরো বাংলাদেশি নাগরিক ভারতে থাকতে পারে। তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের কেউ গ্রেফতার করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow