নতুন প্রজন্মকে ধান চাষে উৎসাহিত করতে ধানের চারা রোপন করলেন কৃষিমন্ত্রী

Aug 1, 2025 - 00:00
 0  2

দ্যা ফ্যাক্ট :- রাজ্যের নতুন প্রজন্মের চাষীদের ধান চাষে উৎসাহিত করতে এবার জমিতে আমন ধানের চারা রোপণ করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার সিমনা বিধানসভার ঈশানপুরে ধানের চারা রোপন করে নতুন প্রজন্মকে কৃষিকাজে এগিয়ে আসার আহ্বান জানালেন মন্ত্রী। 

             ইতিমধ্যেই আউশ ধানের চারারোপন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। বিশেষ করে উচ্চ ফলনশীল জাতের ধান এবং সুগন্ধি ধান চাষের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কৃষি দপ্তর। আর্থিক সহায়তার পাশাপাশি সার বীজ প্রদান করেও সহায়তা করা হচ্ছে কৃষকদের। এইদিন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে মাঠে ধানের চারা রোপন করে কৃষিমন্ত্রী দাবি করেন ২০২৪-২০২৫ অর্থবছরে ত্রিপুরাতে ৩৫ হাজার হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এরমধ্যে খরিফ মৌসুমে ৮৬৩০ হেক্টর এবং রবি মরশুমে মোট ২৬৩৭০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। মন্ত্রী আরো বলেন বর্তমানে রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে ৩০ টি ব্লক খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। তিনি রাজ্যের সমস্ত অংশে কৃষকদের আহ্বান করেছেন প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজে আয় বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করার জন্য। পাশাপাশি দপ্তর সমস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow